এইদিন ওয়েবডেস্ক,কিয়েভ,২৮ ফেব্রুয়ারী : সোমবার মস্কোর ঘনিষ্ঠ দেশ বেলারুশে আলোচনার টেবিলে বসতে চলেছে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা । তার আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে ফোনে কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি । ফোনালাপে তিনি বরিসকে নাকি বলেছেন আগামী ২৪ ঘণ্টা ইউক্রেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে । একথা সংবাদমাধ্যমকে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তরের এক মুখপাত্র । এখন রাশিয়া-ইউক্রেনের দ্বিপাক্ষিক এই আলোচনায় কি মিমাংসা সুত্র বের হয় সেই দিকে তাকিয়ে গোটা বিশ্ব ।
গত বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশসেনা । ইউক্রেনের কর্তৃপক্ষের দাবি,বিগত চার দিনের যুদ্ধে ইউক্রেনের ৩৫২ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন । সেই সঙ্গে নিহত হয়েছে ৪ হাজার ৩০০ রুশসেনা । অবশ্য রাশিয়া হামলা অব্যাহত রাখার পাশাপাশি নতুন হুমকি দিচ্ছে । প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার সামরিক বাহিনীকে পরমাণু অস্ত্রের বহর প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন । রাশিয়াকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করার উদ্যোগ অব্যাহত রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র,ব্রিটেনসহ ইউরোপীয় ইউনিউনভুক্ত দেশগুলি । একই সঙ্গে ওই দেশগুলি ইউক্রেনে অস্ত্র ও গোলাবারুদ পাঠানো অব্যাহত রেখেছে । রবিবার ইউরোপীয় ইউনিয়ন ঘোষণা করেছে তাঁরাও ইউক্রেনে অস্ত্র সরবরাহ করবে ।
এদিকে রাশিয়ান বাহিনী শহরে প্রবেশের সাথে সাথে দেশটির নেতারা যে কিয়েভ থেকে পালিয়ে যাননি তা দেখানোর জন্য এদিন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি । তাতে তিনি দেশবাসীকে আস্বস্ত করে বলেছেন, ‘প্রেসিডেন্ট এখানেই রয়েছে ।’।