একদিন ওয়েবডেস্ক,কিয়েভ,২৮ ফেব্রুয়ারী : যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের মানুষদের এখন প্রয়োজন নিরাপদ আশ্রয় ও দু’বেলার খাবার ৷ বাঙ্কারের মধ্যে গাদাগাদি করে থেকে কোনও রকমে প্রাণ বাঁচালেও ক্ষুধা নিবৃত্তির করতে গিয়ে চরম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে ৷ শুকনো খাবার খেয়ে কোনও রকমে দিন কাটছে তাঁদের । এই পরিস্থিতিতে ওই সমস্ত অসহায় মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস (ইসকন) । শুধু আশ্রয়ই নয়,গৃহচ্যুত আতঙ্কিত মানুষের মুখে দু’বেলার খাবার তুলে দিচ্ছে এই ধর্মীয় সংগঠনের স্বেচ্ছাসেবকরা ।
সমগ্র ইউক্রেন জুড়ে রয়েছে ৫৪ টি ইসকন মন্দির । বর্তমান পরিস্থিতির কারনে প্রতিটি মন্দিরের দরজা ২৪ ঘন্টার জন্য খুলে রাখা হয়েছে । কিয়েভসহ ওই সমস্ত ইসকন মন্দিরগুলিতে বিপুল সংখ্যক গৃহহীন অসহায় মানুষ আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে । কিয়েভের ইসকন মন্দিরের স্বেচ্ছাসেবক রাজু গোপাল দাস একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলেন, ‘এখানে ভক্তদের অবস্থা স্থিতিশীল । আমরা মানুষের সেবায় সর্বদা সতর্ক রয়েছি ।’
কলকাতার ইসকন মন্দিরের সহ-সভাপতি রাধাকৃষ্ণন দাস বলেন,’ইউক্রেনের বিভিন্ন ইসকন মন্দির কমপ্লেক্সগুলি ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য খুলে দেওয়া হয়েছে ৷ গৃহচ্যুত মানুষরা যেকোনও সময় মন্দির চত্বরে গিয়ে সাহায্য চাইতে পারেন । তাঁদের সর্বোতভাবে সাহায্যের জন্য মন্দিরের কর্মীরা অপেক্ষা করছেন । মন্দিরের দরজা সর্বদা জনসেবার জন্য সব সময় খুলে রাখা হয়েছে ।’ প্রসঙ্গত,চেচেন যুদ্ধের সময়েও ইসকন মন্দির এভাবে অসহায় মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল ।।