এইদিন ওয়েবডেস্ক,পূর্ব বর্ধমান,২৭ ফেব্রুয়ারী : রাজ্যের ১০৮ টি পুরসভার সঙ্গে ভোটগ্রহন হল পূর্ব বর্ধমান জেলার ৬ টি পুরসভায় । পুরসভাগুলি হল বর্ধমান, কালনা, দাঁইহাট, কাটোয়া,মেমারি ও গুসকরা । জেলা প্রশাসনের প্রকাশিত বুলেটিন থেকে জানা গেছে, জেলার ৬ পুরসভার মোট ভোটার ৪,৬২,৮৪৮ জন । তার মধ্যে পুরুষ ও মহিলা ভোটার যথাক্রমে ২,২৮,৯৩০ ও ২,৩৩,৮৯৭ জন । অনান্য ভোটারের সংখ্যা ২১ জন । মোট পোলিং স্টেশন ৫৭১ টি । বিকেল ৩ টে পর্যন্ত ভোট দানের হার ছিল ৭০.৫৩ শতাংশ । এখন পূর্ব বর্ধমানের ৬ পুরসভার বিস্তারিত চিত্র দেখে নেওয়া যাক :
বর্ধমান পুরসভা :
মোট ভোটার – ২,৫৯,৫৩৯ জন
পুরুষ ভোটার -১,২৭,৯৮৮ জন
মহিলা ভোটার- ১,৩১,৫৪৪ জন
অনান্য ভোটার সংখ্যা ৭ জন
পোলিং স্টেশন – ৩২৪ টি
বিকেল ৩ টে পর্যন্ত ভোট দানের হার ৬৯.৮০ শতাংশ
কালনা পুরসভা :
মোট ভোটার – ৪৫,৬২৮ জন
পুরুষ ভোটার – ২২,৫৫৪ জন
মহিলা ভোটার – ২৩,০৭২ জন
অনান্য ভোটার – ২ জন
পোলিং স্টেশন – ৫৬ টি
বিকেল ৩ টে পর্যন্ত ভোট দানের হার ৬৫.৯২ শতাংশ
কাটোয়া পুরসভা :
মোট ভোটার – ৭১,৭০৮ জন
পুরুষ ভোটার – ৩৫,৪৪৮ জন
মহিলা ভোটার- ৩৬,২৪৮ জন
অনান্য ভোটার নেই
পোলিং স্টেশন – ৮৭ টি
বিকেল ৩ টে পর্যন্ত ভোটদানের হার ৭৪.২৯ শতাংশ
দাঁইহাট পুরসভা :
মোট ভোটার – ২০,৪১৬ জন
পুরুষ ভোটার – ১০,৩২৭ জন
মহিলা ভোটার – ১০,০৮৯ জন
পোলিং স্টেশন – ২৫ টি
বিকেল ৩ টে পর্যন্ত ভোটদানের হার ৭৩.৬৫ শতাংশ
মেমারি পুরসভা :
মোট ভোটার – ৩৬,১২৩ জন
পুরুষ ভোটার – ১৭,৮১৬ জন
মহিলা ভোটার – ১৮,৩০৭ জন
পোলিং স্টেশন – ৪২ টি
বিকেল ৩ টে পর্যন্ত ভোটদানের হার ৭১.৬৭ শতাংশ
গুসকরা পুরসভা :
মোট ভোটার – ২৯,৪৩৪ জন
পুরুষ ভোটার – ১৪,৭৯৭ জন
মহিলা ভোটার – ১৪,৬৩৭ জন
পোলিং স্টেশন – ৩৭ টি
বিকেল ৩ টে পর্যন্ত ভোটদানের হার ৭১.৪৫ শতাংশ ।।