এইদিন ওয়েবডেস্ক,গুসকরা ও কালনা(পূর্ব বর্ধমান),২৭ ফেব্রুয়ারী : মোটেই শান্তিপূর্ণ হল না পূর্ব বর্ধমান জেলার পুরভোট । শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বহিরাগত দুষ্কৃতিদের দিয়ে বুথ দখল,ছাপ্পা ভোট,ভোটারদের ভীতি প্রদর্শন ও বিরোধী দলের এজেন্টদের বুথ থেকে বের করে দেওয়া প্রভৃতি একরাশ অভিযোগ উঠল গুসকরা ও কালনা পূর এলাকা থেকে । তবে গুসকরা থেকে সব থেকে বেশি অশান্তির খবর পাওয়া গেছে । রবিবার ভোটগ্রহন শুরু হওয়ার অব্যবহিত পরেই গুসকরা পুরসভার ৬ এবং ৭ নম্বর ওয়ার্ডের তিনটি বুথের পাশাপাশি ৪,৫, ১২ প্রভৃতি ওয়ার্ড থেকে ব্যাপক অশান্তির খবর পাওয়া যায় ।
অভিযোগ,ঘন্টা খানেক ভোটগ্রহণ চলার পরেই ওই সমস্ত ওয়ার্ডগুলি কার্যত দখল করে নেয় তৃণমূলের বাইকবাহিনী । ভোটারদের ভয় দেখিয়ে ও বিরোধী দলের এজেন্টদের মারধর করে বুথ থেকে বের করে দেওয়া হয় । তারপর বুথ দখল করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদল অবাধে ছাপ্পা ভোট দেয় বলে অভিযোগ । জানা গেছে,গুসকরার শান্তিপূর পূর্ব প্রাথমিক বিদ্যালয়ে দুটি ওয়ার্ড মিলে তিনটি কেন্দ্রে বহিরাগত দুষ্কৃতিদের তান্ডবে সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠেন । তাঁরা পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে কর্তব্যরত পুলিশকর্মীদের ঘিরে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন । পাশাপাশি পুলিশকে লক্ষ্য করে চলে ইঁটবৃষ্টি । জনতার রুদ্ররুপ দেখে প্রথমে পিছু হটে পুলিশ । এরপর অতিরিক্ত পুলিশবাহিনী এসে লাঠিচার্জ করে উন্মত্ত জনতাকে হটিয়ে দেয় । উত্তেজনার জেরে প্রায় আধঘণ্টা ভোটগ্রহণ বন্ধ থাকে । এদিকে স্থানীয়দের ছোড়া ইঁটের আঘাতে গুসকরা ফাঁড়ির আইসি অরুন সোম সহ চার পুলিশ কর্মী অল্পবিস্তর জখম হয়েছেন বলে জানা গেছে ।
এদিকে গুসকরা পুরসভার নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী মণিকা কীর্তনিয়ার অভিযোগ, ‘শনিবার রাত থেকেই তৃণমুলের দুষ্কৃতিরা আমাকে হুমকি দিচ্ছিল । এদিন ভোটগ্রহণ শুরু হতেই আমাকে গৃহবন্দি করে রাখা হয়েছে ।’ সেই সঙ্গে ১০ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী দেবযানী গড়াইয়ের অভিযোগ, ‘এদিন সকাল ১০ টার মধ্যেই আমাকে ও বিরোধীদের এজেন্টদের মারধর করে ভোটগ্রহণ কেন্দ্র থেকে বের করে দেয় শাসকদল আশ্রিত দুস্কৃতীরা ।’একই অভিযোগ তুলেছেন গুসকরার ১১ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী ডলি দলুই ও । ৬ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী রজত সরকার । রজতবাবুর অভিযোগ,’তৃণমূলের দুষ্কৃতিরা প্রার্থী ও এজেন্টদের মারধর করে বের করে দেয় । ভোটারদের ভয় দেখিয়ে বাড়ি পাঠিয়ে দেয় । তারপর ওই দুষ্কৃতিরা অবাধে ছাপ্পা ভোট দিতে থাকে ।’গুসকরা পুরসভার ১৬ টি ওয়ার্ডেই তৃণমূলের দুষ্কৃতিদল বিরোধী দলগুলুর এজেন্টদের বের করে ও সাধারণ ভোটারদের হটিয়ে দিয়ে ছাপ্পা ভোট দিয়েছে বলে অভিযোগ তুলেছেন সিপিএমের পূর্ব বর্ধমান জেলাকমিটির সদস্য আলমগীর মণ্ডল ও বিজেপির গুসকরা নগর কমিটির সভাপতি পতিতপাবন হালদার । তাঁদের কথায়, ‘আজ ভোটের নামে প্রহসন হল ।’
অন্যদিকে কালনা পুরসভাতেও তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ তুলেছে বিজেপি । পূর্ব বর্ধমানে বিজেপির সাংগঠনিক কাটোয়া জেলার সভাপতি গোপাল চট্টোপাধ্যায়ের অভিযোগ, ‘কালনা পুরসভার ১,৫, ৬,১০,১২,১৪ ও ১৮ নম্বর বুথে বিজেপিসহ বিরোধী দলের এজেন্টদের বের করে দিয়ে ছাপ্পা ভোট দিয়েছে তৃণমূলের বাইকবাহিনী । পুলিশ সব কিছু দেখেও নির্বিকার দর্শকের ভূমিকা পালন করেছে ।’ ঘটনার প্রতিবাদে ও ভোট বাতিলের দাবিতে কালনা মহকুমা শাসকের কাছে একটি স্মারকলিপি জমা দেয় বিজেপি ।।