প্রদীপ চট্টোপাধ্যায়,পূর্ব বর্ধমান,২৬ ফেব্রুয়ারী :
বর্ধমানে পুরভোটের আর ২৪ ঘন্টাও বাকি নেই। তার আগেই শনিবার সকালে বিজেপির নির্বাচনী কার্যালয়ের সামনে দু’টি সুতলি বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায় । দু’দিন আগেই এই অফিসে বিজেপির ফ্লেক্স পোড়ানোর অভিযোগ উঠেছিল । বিজেপির অভিযোগ, শাসকদল বহিরাগত দুস্কৃতী এনে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে । অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ।
বর্ধমান পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সুধীররঞ্জন কুমার সাউ জানান,এদিন সকালে ফোন পেয়ে তিনি এবং দলীয় কর্মীরা এসে দেখেন তাঁদের কার্যালয়ের সামনে দুটি বোমা পড়ে রয়েছে । তারপর তাঁরা বর্ধমান সদর থানায় খবর দিলে পুলিশ এসে জায়গাটিকে ঘিরে ফেলে । সুধীররঞ্জনবাবুর অভিযোগ,’তৃণমূল ভোটের আগে বহিরাগত দুষ্কৃতিদের এনেছে । আর মানুষ যাতে ভয়ে ভোট দিতে বের না হয় সেই উদ্দেশ্যে ওই দুষ্কৃতিদের সহায়তায় এভাবে বোমা ফেলে রেখে এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি করছে ৯ নম্বর ওয়ার্ডের ওয়ার্ডের শাসকদলের প্রার্থী ও তার স্বামী ।’
অন্যদিকে বিজেপি প্রার্থীর এই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কংগ্রেসের জেলা মুখপাত্র প্রসেনজিৎ দাস । তিনি বলেন, ‘তৃণমূল বোমা বন্দুকের রাজনীতি করে না । ওরাই সুতলি জড়ানো কিছু ফেলে রেখে আমাদের ঘাড়ে দোষ চাপাচ্ছে।’।