এইদিন ওয়েবডেস্ক, কিয়েভ,২৬ ফেব্রুয়ারী : যুদ্ধে আমেরিকাকে পাশে না পেয়ে চাপে পড়ে শেষ পর্যন্ত পুতিনের কাছেই আত্মসমর্পণ করল ইউক্রেন । ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির মুখপাত্র সের্হি নিয়াকিফোরভ(Serhi Nyakiforov) জানিয়েছেন,রাশিয়ার সাথে আলোচনার জন্য প্রস্তুত ইউক্রেন । আলোচনার বিষয়বস্তু ও স্থান নিয়ে দু’পক্ষের মধ্যে আলোচনা চলছে বলে তিনি জানিয়েছেন । অন্যদিকে শুক্রবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, ইউক্রেন আলোচনার জায়গা হিসাবে পোল্যান্ডের ওয়ারশ (Warsaw)-এর নাম প্রস্তাব করেছে । অন্যদিকে মাস্কেতে আলোচনার ইচ্ছা প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ।
গত মঙ্গলবার ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযানের কথা ঘোষণা করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন । শুক্রবার রাত পর্যন্ত ইউক্রেনের উপর আক্রমণ চালিয়েছিল রাশিয়া । কিয়েভ শহরে একটি জোরালো বিমান হামলা চালায় রুশসেনা । বৃহস্পতিবার রাশিয়ার আক্রমণে ১৩৭ ইউক্রেনীয় নিহত হয়েছিল । অন্যদিকে, ইউক্রেন সরকার দাবি করেছে যুদ্ধের প্রথম দিনেই এক হাজারের বেশি রুশ সেনা নিহত হয়েছে । এরই মধ্যে ইউক্রেনকে আলোচনার জন্য মাস্কে দেখা করার প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন । পুতিন চান ইউক্রেন একটি ন্যায্য অবস্থানে সম্মত হোক যাতে ইউক্রেনের ন্যাটোতে যোগদান আটকানো যায় । উল্লেখ্য,ন্যাটোতে যোগদানের জন্য দীর্ঘদিন ধরে ইচ্ছা প্রকাশ করে আসছে ইউক্রেন ৷ যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, ‘সবকিছু নির্ভর করবে ইউক্রেন কি নিরাপত্তার নিশ্চয়তা পায় তার ওপর। আমরা রুশ প্রেসিডেন্টের প্রস্তাব গ্রহণ করেছি । উভয় পক্ষই আলোচনার স্থান ও সময় নিয়ে আলোচনা করছেন ।’
দু’পক্ষের মধ্যে আলোচনার টেবিলে বসার প্রক্রিয়ার পাশাপাশি শনিবারেও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অব্যাহত রয়েছে । এদিন রাশিয়ান সৈন্যরা ইউক্রেনের রাজধানী কিয়েভে ঝাঁপিয়ে পড়ে । স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার অনুরোধ করা হয় । তারপর শহরের রাস্তায় দুই দেশের সেনার মধ্যে তুমুল লড়াই বেঁধে যায় বলে খবর । মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেড প্রাইস বলেন,’ইউক্রেন আক্রমণ করার পর আমরা এখন রাশিয়াকে বন্দুকের নলে কূটনীতির পরামর্শ দিতে দেখছি । এটা প্রকৃত কূটনীতি নয় ।’ ইউক্রেন থেকে সৈন্য প্রত্যাহার করে কূটনীতিতে রাশিয়ার প্রতিশ্রুতি দেখানো উচিত বলে তিনি জানিয়েছেন ।।