দিব্যেন্দু রায়,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),২৫ ফেব্রুয়ারী : শুক্রবার সন্ধ্যায় পূর্ব বর্ধমানের আউশগ্রামে ২ বি জাতীয় সড়কে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক কলেজছাত্রীর । আহত হয়েছে আরও এক ছাত্র ৷ মৃতা ছাত্রীর নাম সেবতী ঘোষ(১৮) । আহত রাহুল গড়াই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৷ পুলিশ ঘাতক গাড়িটি আটক করেছে । তবে চালক পলাতক ।
জানা গেছে,সেবতী ঘোষের বাড়ি মঙ্গলকোটের উনিয়া গ্রামে । পাশাপাশি পালিগ্রামের বাসিন্দা রাহুল । তাঁরা দু’জনেই গুসকরা কলেজের প্রথমবর্ষে পড়াশোনা করেন । এদিন বান্ধবীকে সঙ্গে নিয়ে একটি স্কুটিতে চড়ে গুসকরা শহরে গিয়েছিলেন রাহুল । ফিরতে সন্ধ্যা হয়ে গিয়েছিল ।
জানা গেছে, রাহুল-সেবতীরা ২ বি জাতীয় সড়ক ধরে স্কুটিতে চড়ে আসার সময় গোবিন্দপুরের কাছে এক সাইকেল আরোহী আচমকা সামনে চলে আসে । স্কুটিটি সাইকেলে ধাক্কা দেয় । দুই পড়ুয়া রাস্তার উপর ছিটকে পড়েন । সেই সময় ভেদিয়ার দিকে যাওয়া একটি দ্রুত গতির লড়ি এসে সেবতীকে পিষে দেয় । কিছুটা তফাতে পড়ায় প্রাণে বাঁচেন রাহুল । স্থানীয় লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেবতীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা । পাশাপাশি ঘাতক লরিটিকে পিছু ধাওয়া করে ধরে ফেলে স্থানীয় লোকজন । পরে পুলিশ গিয়ে লরিটি আটক করে ।।