দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),২৪ ফেব্রুয়ারী : ডাকাতির উদ্দেশ্যে আটকিয়ে এক বাইক আরোহীকে পিটিয়ে খুনের ঘটনায় ৩ দুষ্কৃতিকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া আদালত । সেই সঙ্গে প্রত্যকের ৬ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে । সাজাপ্রাপ্তদের নাম নাসিম শেখ, আবু বক্কর ও চন্দন শেখ । কেতুগ্রাম থানার মহুলা গ্রামে তাদের বাড়ি । বৃহস্পতিবার কাটোয়া ফাস্ট ট্রাক কোর্টের বিচারক রাজশ্রী বসু অধিকারীর এজলাসে এই সাজা ঘোষণা হয় ।
পুলিশ ও আদালত সুত্রে জানা গেছে,নিহত ব্যক্তির নাম সুখময় মিস্ত্রি । তাঁর বাড়ি কেতুগ্রাম থানার আনকোনা গ্রামে । ঘটনাটি ঘটে ২০১৮ সালের ১৪ জুন রাতে । ওইদিন কৃষ্ণগোপাল সরকার এবং অনুপম পাত্র নামে দুই বন্ধুকে নিজের বাইকে চাপিয়ে মুর্শিদাবাদ জেলার সালার স্টেশন থেকে বাড়ি ফিরছিলেন সুখময়বাবু । তাঁরা কেতুগ্রামের ইছাপুর এবং মহুলা গ্রামের মাঝামাঝি জায়গায় আসতেই কয়েকজন দুষ্কৃতি বাইকটিকে আটকায় । প্রথমেই সুখময়বাবুকে লাঠিসোঁটা দিয়ে ব্যাপক মারধর করে দুষ্কৃতিরা । তিনি রক্তাক্ত অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে যান । তারপর দুষ্কৃতিরা লুটপাট চালাতে শুরু করলে সুখময়বাবুর দুই বন্ধু সাহায্যের জন্য চিৎকার শুরু করেন । স্থানীয় লোকজন ছুটে আসার আগেই চম্পট দেয় দুষ্কৃতিদল । এরপর সুখময়বাবুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।
প্রথমদিকে নিহতের স্ত্রী চিত্রা মিস্ত্রির সন্দেহ ছিল পারিবারিক বিষয় সম্পত্তি নিয়ে বিবাদের জেরেই তাঁর স্বামীকে সুপারি কিলার লাগিয়ে খুন করিয়েছে শাশুড়ি করুনাময়ী মিস্ত্রি ও দেওর মৃণ্ময় মিস্ত্রি । সেইভাবেই তিনি কেতুগ্রাম থানায় অভিযোগ দায়ের করেছিলেন । কিন্তু তদন্তে নেমে পুলিশ নাসিম শেখ, আবু বক্কর ও চন্দন শেখকে গ্রেফতার করে জানতে পারে সম্পত্তি নিয়ে বিবাদ নয়,বরঞ্চ ওই ডাকাতদলের হাতেই খুন হয়েছেন সুখময়বাবু । যদিও ওই ডাকাতদলে আরও ২ জন ছিল । তাদের এযাবৎ কোনও হদিশ করতে পারেনি পুলিশ ।।