দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),২৩ ফেব্রুয়ারী : পুলিশ খুন করেছে ঠিকই কিন্তু কার ইন্ধনে ? আনিস খান হত্যাকাণ্ড নিয়ে এমনই প্রশ্ন তুললেন বিজেপি নেতা রাহুল সিনহা । বুধবার কাটোয়ায় পুরসভা নির্বাচনের প্রচারে এসে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্যে একের পর এক তোপ দাগেন রাহুল । সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘
‘আনিস খানকে খুনের ভিতরে লুকিয়ে আছে অনেক রহস্য । পুলিশ হত্যা করেছে ঠিকই কিন্তু পুলিশকে দিয়ে হত্যা করিয়েছে কারা ? অনেক তৃণমূল নেতা জড়িয়ে যাবে । সিট গঠন করে আসল সত্য সামনে আসবে না । একমাত্র সিবিআই তদন্ত হলেই সব বেড়িয়ে আসবে । চারটে পুলিশকে সাসপেন্ড করে ন্যাকামি দেখানোর দরকার নেই ।’
সেই সঙ্গে তিনি তৃণমূলকে তোপ দেগে বলেন, ‘আনিসের পরিবার সিবিআই তদন্তের দাবি করেছে বলে এখন তাঁদের হুমকি দেওয়া হচ্ছে । এবার মিথ্যা মামলা দেওয়া হবে । গ্রেফতার পর্যন্ত করা হতে পারে । এসব মমতা বন্দ্যোপাধ্যায়ের এক একটা ফর্মুলা । আগে ঘুষ দাও । চাকরির লোভ দেখিয়ে পরিবারকে বসে আনার চেষ্টা কর । যখন পারবে না তখন হুমকি দেখানো হবে । মিথ্যা মামলায় ফাঁসানো হবে ।’
এদিন দলীয় প্রার্থীদের সমর্থনে কাটোয়া শহরের কাছারি রোডে দলীয় কার্যালয় থেকে একটি রোড শো করেন রাহুল সিনহা । সেখান থেকে রোড শো পৌরসভা মোড়,থানারোড হয়ে ১১ নম্বর ওয়ার্ডে এসে শেষ হয় । রাহুলের সঙ্গে ছিলে পূর্ব বর্ধমান জেলায় বিজেপির সাংগঠনিক কাটোয়া জেলার সভাপতি গোপাল চট্টোপাধ্যায়সহ কাটোয়া পুরসভার ২০ টি ওয়ার্ডের দলীয় প্রার্থীরা ।।