দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),২৩ ফেব্রুয়ারী : এলাকার কয়েকটি গ্রামে নতুন রাস্তা নির্মানের জন্য পঞ্চায়েত থেকে টেন্ডার ডাকা হয়েছিল । বুধবার ছিল দরপত্র জমা দেওয়ার দিন । আর তা নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘাতের জেরে ব্যাপক উত্তেজনা ছড়াল পূর্ব বর্ধমানের জেলার ভাতার ব্লকের সাহেবগঞ্জ ২ পঞ্চায়েতে । খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয় । উত্তেজনার জেরে টেন্ডার প্রক্রিয়া স্থগিত রেখে দেওয়া হয় ।
জানা গেছে, বিভিন্ন গ্রাম মিলে মোট ১১ টি নতুন রাস্তা নির্মানের জন্য অনুমোদন পায় সাহেবগঞ্জ-২ পঞ্চায়েত । ওই রাস্তাগুলি নির্মানের জন্য মোট প্রায় ১২ লক্ষ টাকার টেণ্ডার ডেকেছিল পঞ্চায়েত । এদিন ছিল দরপত্র জমা দেওয়ার দিন । এদিকে ওই কাজ কারা পাবে তা নিয়ে শাসকদল তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে চলছিল চাপানউতোর । মঙ্গলবার থেকে দু’গোষ্ঠীর মধ্যে এনিয়ে অশান্তি চলছিল ।
স্থানীয় সুত্রে জানা গেছে,এদিন পঞ্চায়েত খুলতেই বেশ কিছু লোকজন পঞ্চায়েতের সামনে এসে জড়ো হয় । তাদের মধ্যে অনেক মহিলাও ছিল । তারা শৌচালয় ও আবাস যোজনার বাড়ির দাবিতে গন্ডগোল জুড়ে দেয় । এদিকে তারই মাঝে দরপত্র জমা দেওয়া নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয় দড়ি টানাটানি । সব মিলিয়ে চরম অশান্তি বেধে যায় পঞ্চায়েত কার্য্যালয়ের সামনে । বেগতিক বুঝে ভাতার থানায় খবর দেন পঞ্চায়েত প্রধান । শেষে পুলিশ বাহিনী গিয়ে ভিড় হঠিয়ে দেয় । কিন্তু তারই মধ্যে কয়েকজন জবরদস্তি অফিসে ঢুকে টেণ্ডারের কাগজপত্র বক্সে জমা দিয়ে সিল করে চলে যায় ।
যদিও সাহেবগঞ্জ ২ পঞ্চায়েতের প্রধান বিনয়কৃষ্ণ ঘোষ জানিয়েছেন,ওই দরপত্রগুলি যাতে বাতিল করা তার জন্য প্রশাসনের কাছে অনুরোধ করা হবে । সেই সঙ্গে তিনি বলেন, ‘অশান্তির কারনে বিধায়কের পরামর্শে দরপত্র জমা নেওয়ার প্রক্রিয়া আপাতত স্থগিত রাখা হয়েছে । ফের দরপত্র জমা দেওয়ার জন্য আহ্বান জানানো হবে ।’।