এইদিন ওয়েবডেস্ক,সদাইপুর(বীরভূম),২৩ ফেব্রুয়ারী : বল ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে ১ শিশুর মৃত্যু হল । গুরুতর জখম হয়েছে আরও ৩ শিশু । ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার সদাইপুর থানার কুইঠা গ্রামে । বিস্ফোরণে নাজমা, রুজিয়া রহিমা ও আতিয়া নামে চার শিশু গুরুতর জখম হয় । তাদের সিউড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় । আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দুর্গাপুরের একটি বেসরকারী হাসপাতালে স্থানান্তরিত করা হয় । কিন্তু চিকিৎসাধীন অবস্থায় রাতেই মৃত্যু হয় ওই শিশুর । খবর পেয়ে ঘটনাস্থলে তদন্তে যায় সদাইপুর থানার পুলিশ । ডিএসপি ডিএণ্ডটি অয়ন সাধু, ডিএসপি রাকেশ চৌধুরী, সিউড়ি সার্কেল ইন্সপেক্টর কিশোর সিনহা চৌধুরি প্রভৃতি পুলিশ আধিকারিকরাও ঘটনাস্থল খতিয়ে দেখেন । পুলিশ বাড়ির মালিক মনির সেখকে গ্রেপ্তার করেছে । বুধবার ধৃতকে সিউড়ি আদালতে তোলা হয় ।
জানা গেছে,মঙ্গলবার বিকেলে বাড়ির পিছনে বাঁশতলায় খেলা করছিল ওই চার শিশু । আহত শিশুকন্যা আতিয়ার জানায়,বাঁশতলায় কয়েকটি বলের মত বস্তু দেখতে পায় তারা । তার মধ্যে একটি তুলে নিয়ে লোফালুফি করার সময় হঠাৎ তাতে বিস্ফোরণ হয় ।
এদিকে বিস্ফোরণের আওয়াজ শুনে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা ছুটে এলে চার শিশুকে গুরুতর জখম অবস্থায় কাতরাতে দেখে । তারপর আহতদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া ৷ এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশবাহিনী ৷ বোমাগুলি কোথা থেকে আনা হয়েছে এবং কি উদ্দেশ্যে বাঁশতলায় মজুত করে রাখা হয়েছিল তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ ।।