এইদিন ওয়েবডেস্ক,দেরাদুন,২৩ ফেব্রুয়ারী : বিয়ে বাড়ি থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদের মধ্যে পড়ল একটি চারচাকা গাড়ি । দূর্ঘটনায় মোট ১৪ জন নিহত হয়েছেন । নিহতদের মধ্যে রয়েছে ৫ জন মহিলা, চার বছরের একটি শিশুকন্যা ও এক কিশোর । তার মধ্যে একজন মা-মেয়েও রয়েছে বলে জানা গেছে । গুরুতর আহত হয়েছেন ২ জন । সোমবার রাতে মর্মান্তিক এই দূর্ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের চম্পাওয়াত(Champawat) জেলার সুখিধাং-ডান্ডামিনার (Sukhidhang-Dandaminar) সড়কে । চম্পাওয়াতের পুলিশ সুপার (এসপি) দেবেন্দ্র পিনচা (Devendra Pincha) জামিয়েছেন, প্রায় ১১ ঘন্টা দীর্ঘ উদ্ধার অভিযানের পরে হতাহতদের খাদ থেকে উদ্ধার করা হয়েছে । দুর্ঘটনায় গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে । আহতদের টানাকপুর ও চম্পাওয়াতের হাসপাতালে চিকিৎসা চলছে বলে জানিয়েছেন এসপি ।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, টানাকপুরের (Tanakpur) একটি বিয়ে থেকে ডান্ডা কাকনাই (Danda Kaknai) গ্রামে ফিরছিল ওই যাত্রী বোঝাই ওই গাড়িটি । সুখিধাং-ডান্ডামিনার সড়ক পথ ধরে আসার সময় নিয়ন্ত্রণ গাড়িটি হারিয়ে গভীর খাদের মধ্যে পড়ে যায় । কুয়াশার কারনে দৃশ্যমানতা কম থাকায় দূর্ঘটনাটি ঘটেছে বলে অনুমান স্থানীয় বাসিন্দাদের ।
কিন্তু দূর্ঘটনার অনেক পরে প্রশাসনের কাছে খবর যায় । চম্পাওয়াত জেলা বিপর্যয় ব্যবস্থাপনা অফিসের একজন আধিকারিক জানিয়েছেন মঙ্গলবার বেলা ৩টার দিকে খবর আসার পর উদ্ধারকারী দল দূর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয় । তারপর শুরু হয় উদ্ধার কাজ । ফলে উদ্ধার কাজ শুরু হতে অনেকটা দেরি হয়ে যায় ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্ঘটনায় মৃত্যুতে শোক প্রকাশ করে নিহতদের পরিবারগুলিকে সববেদনা জানিয়েছেন । এছাড়া তিনি প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবারকে ২ লাখ টাকা এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন ।।