এইদিন ওয়েবডেস্ক,ওয়াশিংটন,২১ ফেব্রুয়ারি : ইউক্রেন উত্তেজনা প্রশমনে যে কোনও শর্তে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করার ইচ্ছাপ্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন । রবিবার একথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিঙ্কেন । একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের টকশোতে গিয়ে ব্লিঙ্কেনে বলেছেন, ‘বর্তমান পরিস্থিতি ভীষণ গুরুতর । আমরা একটি যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি । তবে ইউক্রেনের সীমানা থেকে রাশিয়ান ট্যাঙ্ক এবং বিমান না সরানো পর্যন্ত আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাবো । প্রেসিডেন্ট পুতিনকে যুদ্ধের বিকল্প থেকে সরিয়ে আনতে আমরা প্রতিটি সুযোগ ও প্রতিটি মুহূর্ত কাজে লাগাতে চাই ।’ তিনি বলেন, ‘বাইডেন স্পষ্ট করে বলেছেন যে তিনি যুদ্ধ আটকাতে যে কোন সময়, যে কোনও শর্তে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দেখা করতে প্রস্তুত ।’
উল্লেখ্য,কয়েক বছর আগে পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর সদস্যপদ পেতে আগ্রহ প্রকাশ করেছিল ইউক্রেন । এরপর থেকেই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে উত্তেজনা শুরু হয় । রুষ্ট হয় ইউক্রেনের রুশপন্থী নাগরিকরা । ফলে দেশের অভ্যন্তরে ও বাইরে এনিয়ে ছিল চাপা উত্তেজনা । বর্তমানে রাশিয়া ইউক্রেনের সীমানায় সেনা মোতায়েনের পর থেকে উত্তেজনা আরও প্রবল আকার ধারন করেছে । বিশেষ করে আমেরিকাসহ পশ্চিমের দেশগুলি রাশিয়ার বিরুদ্ধে আগ্রাসনের অভিযোগ তুলছে । যদিও মস্কো বারবার বলছে ইউক্রেনে আক্রমণের কোনও পরিকল্পনা নেই তাঁদের ।।