এইদিন ওয়েবডেস্ক,ভুবনেশ্বর,২১ ফেব্রুয়ারী : ইন্দো-তিব্বত বর্ডার পুলিশের সহকারী কমান্ড্যান্ট থেকে শুরু করে ছত্তিশগড়ের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, নয়াদিল্লির এক স্কুল শিক্ষক, আসামের তেজপুরের একজন ডাক্তার, সুপ্রিম কোর্ট এবং দিল্লি হাইকোর্টের দুই আইনজীবী, ইন্দোরের একজন সরকারি কর্মচারী, কেরালা প্রশাসনিক আধিকারিক-কে নেই তালিকায় । নামিদামি পদে কর্মরত ওই সমস্ত মহিলাদের বিয়ের নামে ঠকিয়ে লক্ষ লক্ষ টাকা পকেটস্থ করে নিয়েছে ৬৬ বছরের এক বৃদ্ধ । অভিযোগ দায়ের হওয়ার পর দীর্ঘ প্রায় আট মাস ধরে তিনি পুলিশকে ঘোল খাইয়ে ছেড়েছিলেন । শেষে গত ১৩ ফেব্রুয়ারী একটি গাড়িতে চড়ে যাওয়ার সময় গুনধর বৃদ্ধকে ভুবনেশ্বর থেকে পাকড়াও করে ওড়িশা পুলিশের একটি বিশেষ দল ।
পুলিশ জানিয়েছে,বিভু প্রকাশ সোয়েন(Bibhu Prakash Swain) নামে ওই বৃদ্ধ জীবনসাথী ডট কম,শাদি ডট কম,এবং ভারত ম্যাট্রিমনি ডট কম-এর মতো ম্যাট্রিমোনিয়াল সাইটগুলির মাধ্যমে প্রতারণা জাল ছড়িয়েছিলেন । প্রোফাইলে পেশা অধ্যাপনা ও বয়স ৫১ বছর উল্লেখ করেছিলেন ওই বৃদ্ধ । বেতন বাৎসরিক ৫০-৭০ লক্ষ । বর্তমানে দক্ষিণ কেন্দ্রীয় বিভাগে এনইইটি ইউজি এবং পিজি প্রবেশিকা পরীক্ষার প্রধান নিয়ন্ত্রক হিসাবে কর্মরত রয়েছেন বলে উল্লেখ করেছিলেন বিভু প্রকাশ সোয়েন । সাইটগুলিতে তিনি উল্লেখ করেছিলেন তিনি এমন একজনকে খুঁজছেন যার সঙ্গে ভালো বোঝাপড়া থাকবে এবং পারিবারিক মূল্যবোধ বজায় থাকবে । আর সোয়েনের এই প্রোফাইলে আকৃষ্ট হয়েছিলেন মহিলারা ৷
ম্যাট্রিমোনিয়াল সাইটে ভুয়ো প্রোফাইল খুলে
১০ টি রাজ্যে মিলে মোট ২৭ জন মহিলাকে বিয়ে করেছেন বিভু প্রকাশ সোয়েন । এছাড়া ২০০৬ সালে ১২৮ টি জাল ক্রেডিট কার্ডের মাধ্যমে কেরালার ১৩ টি ব্যাঙ্ককে এক কোটি টাকা প্রতারণা করেছিলেন। হায়দরাবাদে এমবিবিএসে সিট দেওয়ার নামে ২ কোটি টাকা প্রতারণা করেছেন বিভু প্রকাশ । তবে সর্বসাকুল্যে কত টাকা প্রতারণা করেছেন ওই বৃদ্ধ তা এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ ।
ভুবনেশ্বরের জেলা পুলিশ জানিয়েছে,অবিবাহিত মহিলারা ওই ব্যক্তির প্রোফাইল দেখে আকৃষ্ট হতেন । বিশেষ করে সরকারি চাকরির কারণে তাঁকে উপেক্ষা করতে পারতেন না । আর এই ভূয়ো প্রফোইলের ফাঁদে পড়ে যেতেন মহিলারা । পরে বিয়ের অভিনয় করে মোটা টাকা হাতিয়ে নিয়ে গা ঢাকা দিত বিভু প্রকাশ সোয়েন । তবে বৃদ্ধ ঠিক কত টাকা প্রতারিত করেছেন সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি বলে জানিয়েছেন ভুবনেশ্বরের ডেপুটি কমিশনার অফ পুলিশ উমাশঙ্কর দাস । তবে ৫ ফুট ২ ইঞ্চির ওই খর্বাকায় ওই ব্যক্তির এই প্রকার প্রতারণার কারবার দেখে হতভম্ব ওড়িশার পোড় খাওয়া পুলিশ আধিকারিকরা ।।