এইদিন ওয়েবডেস্ক,দক্ষিণ ২৪ পরগনা,১৯ ডিসেম্বর : রাজ্যে এবার পদ্ম ফুটবে বলে দাবি করলেন কেন্দ্রীয় জল সম্পদ উন্নয়ন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত । শনিবার দলীয় নেতা কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য দক্ষিণ ২৪ পরগনার গড়িয়াতে আসেন এই কেন্দ্রীয় মন্ত্রী । বৈঠক শেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘তৃণমূল সরকার না মায়ের সাথে ন্যায় করছে পেরেছে । না মাটির সাথে, না বাংলার মানুষের সাথে ন্যায় করতে পেরেছে ৷ আজ বাংলায় মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও পুরো দেশের মধ্যে মহিলাদের উপর ধর্ষন, অত্যাচার বা নিরুদ্দেশ হওয়ার ঘটনায় প্রথম এই রাজ্য । এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক । উন্নয়নের মাপদন্ডেও এরাজ্য পিছিয়ে পড়া রাজ্যের তালিকার মধ্যে পড়ে । দেশে যত প্রকল্প তৈরি করা হয়েছে তা প্রয়োগে সব থেকে দুর্বল রাজ্যের মধ্যে পড়ে পশ্চিমবঙ্গ ।’
কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য শুনুন :
তিনি বলেন, ‘করোনা বা আমফানের মত দুর্দৈবের সময় সাহায্যের জন্য যে টাকা পাঠানো হয়েছিল সেখানেও দুর্নীতি হয়েছে । এরাজ্য থেকে ভিন রাজ্যে যারা কাজে গিয়েছিলেন করোনা মহামারির সময় তাঁদের বাড়ি ফিরতে বাধা দেওয়া হয়েছিল । এটা বাংলার মানুষের উপর অত্যাচার ।’
এরপর কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘মমতা দিদির সরকার তিনটি দোষে দুষ্ট । প্রথমতঃ অপরাধের রাজনীতিকরন, দ্বিতীয়তঃ অপরাধীদের রাজনীতিকরন ও তৃতীয়তঃ ভ্রষ্টাচারের প্রাতিষ্ঠানিককরণ । এই তিন দোষের কারনে বাংলার অবস্থা আজ খুব খারাপ । তাই বাংলার মানুষ এই সরকারকে তুলে ফেলার বিষয়ে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে বলে মনে হয় । এবারে রাজ্যে নিশ্চিত বিজেপির পদ্ম ফুটবে ।’ তবে তিনি জানান, পশ্চিমবাংলায় ৩৫৬ ধারার প্রয়োগ হবে না । স্বাভাবিক নিয়মেই ভোট হবে ।