এইদিন ওয়েবডেস্ক,কোটা(রাজস্থান),২০ ফেব্রুয়ারী : নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ল বরযাত্রী বোঝাই গাড়ি । সলিল সমাধি হল বরসহ ৯ বরযাত্রীর । শনিবার গভীর রাতে মর্মান্তিক এই দূর্ঘটনাটি ঘটেছে রাজস্থানের কোটা জেলার নয়াপুরার কাছে চম্বল নদীতে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশের শীর্ষ আধিকারিকরা । তারপর শুরু হয় উদ্ধার কাজ । কর্পোরেশনের ডুবুরি বিষ্ণু শ্রিংগি(Vishnu Shringi) বলেন,’গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে । এক পথচারী প্রথম গাড়িটিকে চম্বল নদীতে উল্টে যেতে দেখেন । এরপর রবিবার ভোরে কর্পোরেশনের ডুবুরি দল গিয়ে উদ্ধারকাজ চালায় । ক্রেনের সাহায্যে গাড়িটি জল থেকে তোলা হয় ।’ মোট ৯ টি মৃতদেহ উদ্ধার হয়েছে বলে তিনি জানান । পুলিশ জানিয়েছে, মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য এমবিএস হাসপাতালে পাঠানো হয়েছে । নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে ।
জানা গেছে,একটি এরটিগা(Ertiga) গাড়িতে চড়ে রাজস্থানের চৌথ কা বারওয়াদা(Chauth Ka Barwada) থেকে মধ্যপ্রদেশের উজ্জয়নের দিকে যাচ্ছিল বরযাত্রীদের ওই দলটি । ওই গাড়িতেই ছিলেন বর । কিন্তু গাড়িটি কোটার নয়াপুরায় আসতেই দূর্ঘটনাটি ঘটে । ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,নয়াপুরায় চম্বল নদীর উপর রয়েছে একটি ছোট কালভার্ট । গাড়িটি প্রবল গতিতে ওই কালভার্ট দিতে যেতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে উলটে পড়ে । গাড়িতে থাকা লোকজন গাড়ির কাঁচ খোলার চেষ্টা করলেও তাঁরা একটি মাত্র গ্লাস খুলতে সক্ষম হন । ফলে গাড়িতে থাকা ৭ জনের দমবন্ধ হয়ে মৃত্যু হয় । বাকি ২ জনের মৃতদেহ নদীর জলে ভেসে যায় । পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ উদ্ধার কাজ শুরু করে । চালক মদ্যপ ছিল বলে অনুমান স্থানীয় বাসিন্দাদের । দূর্ঘটনার জন্য নেশা করে গাড়ি চালানো ও সংকীর্ণ কালভার্টকেই দায়ি করেছেন স্থানীয় বাসিন্দারা ।।