এইদিন ওয়েবডেস্ক,উধম সিং নগর(উত্তরাখণ্ড),১৭ ফেব্রুয়ারী : সাড়ে ৩ বছরের ছেলে হিমোফিলিয়ায় আক্রান্ত । ব্যায়বহুল চিকিৎসা । সেই খরচ জোটাতে না পেরে ছেলেকে ক্যানেলের জলে ফেলে দিয়ে এল বাবা । পরে থানায় এসে সে একটি নিখোঁজ ডাইরিও করে । কিন্তু মৃত শিশুর মায়ের বয়ান ও সিসিটিভি ফুটেজের সুত্র ধরে ঘটনার তদন্তে নেমে গুনধর বাবার কীর্তি ধরে ফেলে পুলিশ । ঘটনাটি উত্তরাখণ্ডের উধম সিং নগর জেলার পুলবাট্টা (Pulbatta) থানা এলাকার । পুলিশ মহম্মদ তারিক(৩০) নামে ওই ব্যক্তিকে তাঁর ছেলেকে খুন ও লাশ পাচারের চেষ্টার অভিযোগে গ্রেফতার করেছে ৷
পুলিশ সুত্রে খবর,উধম সিং নগর জেলার পুলবাট্টা থানা এলাকার বাসিন্দা মহম্মদ তারিক সম্প্রতি ব্যাঙ্ক ঋণ নিয়ে একটি ট্রাক কিনেছিলেন । ট্রাকটি নিজেই চালাতেন । কিন্তু ইদানিং বিশেষ ভাড়া পাচ্ছিলেন তিনি । ফলে গাড়ির ইএমআই পরিশোধ করতে পারছিলেন না তিনি । ফলে স্ত্রী ও দুই শিশু সন্তানকে নিয়ে সংসার চালাতে গিয়ে হিমসিম খাচ্ছিলেন । এদিকে ছোট ছেলে শাবান(Shaban) জন্ম থেকেই হিমোফিলিয়ায় ভুগছিল । তার চিকিৎসা করাতে গিয়ে আর্থিক বোঝা বাড়ছিল ।
পুলিশ জানায়,মঙ্গলবার মহম্মদ তারিক পুলবাট্টা থানায় একটি নিখোঁজ ডাইরি করেন । তাতে তিনি জানান, তাঁর ছোট ছেলে আচমকা উধাও হয়ে গেছে । অভিযোগ পেতেই ঘটনার তদন্তে নামে পুলিশ । পুলিশ তারিকের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে । তখন ওই বধু জানান, তাঁর ছোট ছেলেকে সর্বশেষ তাঁর স্বামীর সঙ্গেই যেতে দেখেছিলেন । একথা শুনে পুলিশের সন্দেহ হয় । পুলিশ তখন এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে জানতে পারে মঙ্গলবার ছেলেকে নিয়ে বেড়িয়ে গিয়েছিল তারিক । কিন্তু সে একাই ফিরেছিল ।
জানা গেছে,এদিকে পার্শ্ববর্তী বেরিলি জেলা থেকে খবর আসে একটি খালের ধারে ঝোপের মধ্যে আটকে রয়েছে একটি শিশুর মৃতদেহ । পুলিশ গিয়ে শিশুর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় । এরপর পুলিশ মহম্মদ তারিককে চেপে ধরতেই সে খুনের কথা কবুল করে । পুলিশের কাছে তারিক জানায়,সে তাঁর ছেলের চিকিৎসার জন্য কোনও সরকারি প্রকল্প নেওয়ার চেষ্টা করেনি । গত সোমবার যখন তিনি তার ছেলেকে চিকিৎসার জন্য হলদওয়ানিতে নিয়ে গিয়েছিলেন । তখন চিকিৎসকরা তাঁকে শিশুটিকে দিল্লিতে ভর্তি করতে বলেছিলেন । কিন্তু ব্যায়বহুল চিকিৎসার খরচ চালানোর মত টাকা তাঁর কাছে ছিল না । তাই ছেলেকে শ্বাসরোধ করে খুন করার পর দেহটি বেরিলির জেলায় ক্যানেলে ফেলে দিয়ে এসেছিল । উধম সিং নগরের এসপি (শহর) মমতা ভোহরা জানিয়েছেন,অভিযুক্তকে গ্রেফতার করে নির্দিষ্ট ধারায় মামলা রজু করে আদালতে তোলা হয়েছে ।।