এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,১৭ ফেব্রুয়ারী : লক্ষ্মীবারে লক্ষ্মীর ভাঁড় নিয়ে ও শাঁখ বাজিয়ে জমজমাট প্রচার চালালেন বাঁকুড়া জেলার সোনামুখী পুরসভার ১৫ নং ওয়ার্ডের তৃনমূল প্রার্থী বাবলী গোস্বামী । সেই সঙ্গে তৃণমূলের দলীয় গানের তালে এলাকার রাজপথে লাল পাড়ের সাদা শাড়ি আর মাথায় ফুলের মুকুট পড়ে নাচতে দেখা গেল বেশ কিছু কিশোরীকে । আর তারই মধ্যে বাড়ি বাড়ি ঘুরে ভোট ভিক্ষার কাজ সেরে ফেললেন তৃণমূল প্রার্থী । বৃহস্পতিবার সকালে তৃণমূল প্রার্থীর এহেন অভিনব প্রচার ঘিরে সরগরম হয়ে ওঠে গোটা এলাকা ।
লক্ষ্মীর ভাঁড় নিয়ে প্রচার প্রসঙ্গে বাবলী গোস্বামী বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্পগুলির মধ্যে অন্যতম ‘লক্ষ্মীর ভাঁড়’ । এতদিন রাজ্যের গৃহবধুদের হাত খরচের জন্য তাঁদের স্বামীদের মুখাপেক্ষী হয়ে থাকতে হত । কিন্তু এই প্রকল্প চালু হওয়ার পর তাঁদের আর স্বামীদের কাছ থেকে টাকা চাইতে হয়না ।’ তাঁর কথায়,’লক্ষ্মীর ভাঁড় প্রকল্প চালু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলাদের দেবীর সম্মান দিয়েছেন ।’।