এইদিন ওয়েবডেস্ক,চাঁচল(মালদা),১৭ ফেব্রুয়ারি : এলাকার টোটো চালকদের অকারণ হয়রানি করছে পরিবহন দফতরের আধিকারিকরা ! এই অভিযোগ তুলে বৃহস্পতিবার দুপুরে মালদা জেলার চাঁচল মহকুমা শাসকের দফতরের সামনে জড়ো হয়ে তুমুল বিক্ষোভ দেখাল তৃণমুল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি । দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ চলে। শেষে আইএনটিটিইউসি নেতা ও টোটো চালকদের প্রতিনিধিদের সঙ্গে এনিয়ে আলোচনায় বসেন পরিবহন দফতরের আধিকারিক সুভাষ বর্মন ।
টোটো চালকদের অভিযোগ,আকছার তাঁদের পরিবহন দফতরের আধিকারিকদের হয়রানির শিকার হতে হয় । যখন তখন টোটো চালকদের আটক করা হচ্ছে । এমনকি পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানাও করা হচ্ছে । এই মোটা অঙ্কের টাকার জোগাড় করতে গিয়ে তাঁদের চরম বিপাকে পড়তে হচ্ছে । তাঁরা এদিন টোটোর রেজিস্ট্রেশনের ব্যাবস্থা করার দাবি তোলেন ।
চাঁচল-১ ব্লক আইএনটিটিইউসি সভাপতি দেবব্রত সিংহ বলেন, ‘অনেক উচ্চ শিক্ষিত ছেলেরা পেটের দায়ে টোটো চালাচ্ছেন । তাদেরকে আটক করে মোটা অঙ্কের জরিমানা করেছেন পরিবহন আধিকারিকরা । শুধু তাই নয় যে জরিমানা করা হচ্ছে তাতে ব্যাপক হারে দুর্নীতি করা হচ্ছে । অবিলম্বে এই হয়রানি বন্ধ করতে হবে এবং যতগুলি টোটো আটক করা হয়েছে সেগুলি অবিলম্বে ছেড়ে দিতে হবে ।’
অন্যদিকে অভিযোগ প্রসঙ্গে চাঁচল মহাকুমা পরিবহন দপ্তরের আধিকারিক সুভাষ বর্মন বলেন, ‘সরকারি নিয়ম মেনেই জরিমানা করা হচ্ছে । আমরা টোটো চালকদের কাছ থেকে যেমন ফাইন নিচ্ছি যেমন তাদের ভাউচারও দেওয়া হচ্ছে ।’ পাশাপাশি ফাইনের টাকা নিয়ে দুর্নীতি ও টোটো চালকদের হয়রানি করার অভিযোগকে তিনি মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ বলে দাবি করেন ।।