দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),১৭ ফেব্রুয়ারী : কেপমারির ঘটনায় ৭ জেলবন্দি দুষ্কৃতিকে নিজেদের হেফাজতে নিল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার পুলিশ । হেফাজতে নেওয়া দুষ্কৃতিদের নাম রমেশ মুদাল্লা, প্রদীপ স্বামী, শঙ্কর জয়সওয়াল,মুরলী মুদাল্লা, উমাশঙ্কর স্বামী,রবি প্রসাদ ও বাবলু মালি । হুগলি জেলার ব্যাণ্ডেল এলাকায় তাদের বাড়ি । একটি চুরির ঘটনায় ধরা পড়ে তারা সাজা কাটাচ্ছিল । বৃহস্পতিবার ধৃতদের কাটোয়া মহকুমা আদালতে তুলে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায় কাটোয়া থানার পুলিশ । ধৃতদের ৭ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেন বিচারক ।
পুলিশ সুত্রে জানা গেছে,কাটোয়ার বাসিন্দা নিঠুরকৃষ্ণ চট্টোপাধ্যায় নামে এক বৃদ্ধ গত ২৮ জানুয়ারি কাটোয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন । অভিযোগে তিনি জানিয়েছিলেন, ওইদিন বেলায় বাড়ি থেকে সাইকেলে চড়ে কাছারিরোডের একটি ব্যঙ্কের শাখায় টাকা তুলতে গিয়েছিলেন । ব্যাঙ্ক থেকে তিনি ২৭ হাজার টাকা তোলেন । টাকাটি একটি হাত ব্যাগে রাখেন । ব্যাগটি সাইকেলের হ্যান্ডেলে রাখা ছিল । তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার মুখেই ব্যাঙ্কের সামনে এক পরিচিতের সঙ্গে দেখা হয়ে যায় । তাঁর সঙ্গে কিছুক্ষণ কথাবার্তা হয় । এরই মধ্যে হঠাৎ তিনি লক্ষ্য করেন ব্যাগ থেকে টাকা গায়েব হয়ে গেছে ।
জানা গেছে,পুলিশ ব্যাঙ্কের সামনে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে প্রথমে দুষ্কৃতিদের চিহ্নিত করে । পরে কাটোয়া থানার পুলিশ জানতে পারে দলটির বাড়ি হুগলি জেলার ব্যাণ্ডেল এলাকায় । বিভিন্ন এলাকায় দল বেঁধে ঘুরে ঘুরে চুরি ছিনতাই করে বেড়ায় । সম্প্রতি একটি চুরির ঘটনায় ব্যাণ্ডেল থানার পুলিশ তাদের গ্রেফতার করেছিল । এই চক্রের বাকিদের হদিশ পেতে ধৃতদের জেরা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ ।।