এইদিন ওয়েবডেস্ক,তিরুবন্তপূরম,১৭ ফেব্রুয়ারী : বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন জনপ্রিয় মালয়ালম অভিনেতা কোট্টায়াম প্রদীপ(Kottayam Pradeep) । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর । প্রদীপ ২০০১ সালে ৪০ বছর বয়সে ফিল্ম ইণ্ডাষ্ট্রিতে পা রাখেন । প্রথম দিকে তিনি কমেডি চরিত্রে অভিনয় করতেন । মোট ৭০ টি সিনেমায় অভিনয় করেছেন তিনি । তার প্রথম সাফল ছবি ছিল পরিচালক আইভি শশীর ‘এক নাডু আনালে ভারে’ (Ee Nadu Anale Vare) । এছাড়া পরিচালক গৌতম মেননের ভিন্নাইতান্দ ভারুভায়ায় ( Vinnaithaandi Varuvaaya)-এ তাঁর সংক্ষিপ্ত ভূমিকা প্রচুর প্রশংসা অর্জন করেছিল । শিল্পির আসল নাম ছিল প্রদীপ কেআর । কিন্তু মালয়ালম ইন্ডাস্ট্রির মানুষ তাঁকে আদর করে কোট্টায়াম প্রদীপ বলে ডাকতেন ।
বুধবার রাতে শারীরিক অস্বস্তি হলে কোট্টায়াম প্রদীপকে কোট্টায়ামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল । কিন্তু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এদিন ভোর ৪ টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । স্ত্রী মায়া ও দুই সন্তান রেখে গেছেন প্রবীন এই শিল্পি । কোট্টায়াম প্রদীপের আকস্মিক মৃত্যুতে মালয়ালম ফিল্ম ইন্ডাস্ট্রি জুড়ে শোকের ছায়া নেমে এসেছে ।।