এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৬ ফেব্রুয়ারী : কেওড়াতলা মহা শ্মশানে পঞ্চভূতে লীন হয়ে গেল প্রবাদপ্রতিম সঙ্গীত শিল্পি গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের পার্থিব দেহ । বুধবার সকালে পিস ওয়াল্ড থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় রাজ্য সঙ্গীত আকাদেমিতে ৷ সেখান থেকে দুপুর ১২ নাগাদ
রবীন্দ্রসদনে আনা হয় শিল্পির পার্থিব শরীর । বিকেল ৫ টা নাগাদ সেখান থেকে গীতশ্রীর পার্থিব শরীর নিয়ে কেওড়াতলা মহাশ্মশানের উদ্দেশে রওনা দেয় শববাহী গাড়ি ।
ইতিমধ্যে উত্তরবঙ্গ সফর কাটছাঁট করে কলকাতায় ফিরে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কলকাতা এসে তিনি সোজা চলে যান রবীন্দ্র সদনে । সেখানে শিল্পিকে ফুলমালা দিয়ে শেষ শ্রদ্ধা জানান । তারপর রবীন্দ্র সদন থেকে গীতশ্রীর শববাহী গাড়ির সঙ্গে প্রায় ৩ কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে কেওড়াতলা মহা শ্মশানে আসেন । শিল্পির শেষযাত্রায় রাজপথে নামে অগনিত মানুষের ঢল । সকলে চোখের জলে শেষ বিদায় জানান মহান এই শিল্পিকে । সরকারি তত্ত্বাবধানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়কে চিরবিদায় জানানো হয় ।।