এইদিন ওয়েবডেস্ক,ওয়েলিংটন,১৬ ফেব্রুয়ারী : বিরল প্রজাতির শিশু ‘ভূত হাঙর'(ghost shark) আবিষ্কার করলেন নিউজিল্যান্ডের বিজ্ঞানীদের একটি দল । চাথাম রাইজে (Chatham Rise) প্রায় ১২০০ মিটার গভীরতায় সদ্য ডিম ফোটানো গভীর জলের হাঙ্গরটি সংগ্রহ করা হয়েছে । বিজ্ঞানী দলের অন্যতম সদস্য মৎস্য বিজ্ঞানী ডক্টর ব্রিট ফিনুচি(Dr Brit Finucci) বলেন, ‘এই ভুত হাঙ্গরটি অতি সম্প্রতি ডিম ফুটে বের হয়েছে । কারণ এটির একটি পূর্ণ পেট রয়েছে । এটি বেশ আশ্চর্যজনক ।’
তিনি জানিয়েছেন,এই ভূত হাঙর প্রজাতিটি চিমেরাস(Chimaeras) নামেও পরিচিত । তাদের ভ্রূণগুলি সমুদ্রের তলদেশে রাখা ডিমের ক্যাপসুলের মধ্যে বিকশিত হয় । ডিম ফুটে বের না হওয়া পর্যন্ত এটি কুসুম খেয়ে বেঁচে থাকে । সদ্য জন্ম নেওয়া ভূত হাঙর খুব কমই পাওয়া যায় এবং তাদের সম্পর্কে খুব কমই জানা যায় । মানুষের হাতের তালুর আকৃতির এমন একটি বিরল প্রাণী খুঁজে পাওয়া খুবই বিরল । ফিনুচি বলেন, ‘এটি একটি আশ্চর্যজনক অনুসন্ধান । এর ফলে এই প্রজাতি সম্পর্কে অনেক কিছু তথ্য জানা সহজ হবে ।’
প্রসঙ্গত,চ্যাথাম রাইজ হল নিউজিল্যান্ডের পূর্বে সমুদ্রের তলদেশের একটি এলাকা । যা জিল্যান্ডিয়া মহাদেশের অংশ । এটি পশ্চিমে দক্ষিণ দ্বীপের কাছে থেকে পূর্বে চাথাম দ্বীপপুঞ্জ পর্যন্ত প্রায় এক হাজার কিলোমিটার বা ৬২০ মাইল প্রসারিত । আর এখানেই পাওয়া যায় হকি(hoki) নামে একটি ভোজ্য সামুদ্রিক মাছ । এই মাছসহ অনান্য অ-বাণিজ্যিক মাছের প্রজাতির প্রাচুর্য অনুমান করার জন্য প্রতি দু’বছর অন্তর ট্রল জরিপ(trawl survey) করে এনআইডবলুএ’র মৎস্যবিজ্ঞানীরা । আর সাম্প্রতিক এই জরিপের সময় আবিষ্কৃত হয় শিশু ভূত হাঙরটি ।।