এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৫ ফেব্রুয়ারী : গরু পাচার মামলায় তৃণমূল সাংসদকে টানা ৫ ঘন্টা জেরা করল সিবিআই । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গত ৯ ফেব্রুয়ারি দেবকে নোটিশ করেছিল । এদিন মঙ্গলবার সকালে ১১টায় তাঁকে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার জন্য ডাকা হয়েছিল । তবে নির্দিষ্ট সময়ের পাঁচ মিনিট আগেই সংস্থার দপ্তরে হাজির হন দেব । বিকেল প্রায় চারটে পর্যন্ত চলে জিজ্ঞাসাবাদ ।
প্রসঙ্গত,গরুপাচার মামলায় একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের সময় তৃণমূল সাংসদ তথা দেবের নাম উঠে আসে । গরু-পাচার কাণ্ডে মূল অভিযুক্ত এনামুল হক বর্তমানে জামিনে রয়েছেন । তাঁর সঙ্গে যাদেরই যোগসুত্র রয়েছে তাদেরকেই তলব করছে সিবিআই । এদিকে দেবের পাশাপাশি অনুব্রত মণ্ডলকেও একাধিকবার তলব করেছে সিবিআই । তলব এড়াতে আদালতের দ্বারস্থ হলেও রেহাই পাননি অনুব্রত। গরুপাচার কাণ্ডে অভিযুক্ত এনামুল হক মূলত অনুব্রতর ঘনিষ্ঠ বন্ধু বলে মনে করা হয় । তবে অনুব্রত সিবি আইয়ের জেরা এড়িয়ে গেলেও হাজিরা দেন দেব ।
জানা গেছে,দেবের কাছ থেকে তদন্তকারী আধিকারিকরা জানতে চান,এনামুলের সঙ্গে তাঁর কিভাবে ও কতদিনের পরিচয় ? তাঁর কাছ থেকে দেব কি কি উপহার নিয়েছেন ও কেন নিয়েছেন প্রভৃতি । প্রায় ৫ ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে দেব নিজাম প্যালেস থেকে বেড়িয়ে এসে বলেন, ‘আমি জানিয়েছি এনামুলকে চিনতাম না । তাই কোনও উপহার নেওয়ার প্রশ্নই ওঠে না । আমার বয়ান রেকর্ড করা হয়েছে । ভবিষ্যতেও সিবি আইয়ের সঙ্গে আমি সব ধরনের সহযোগিতা করে চলবো ।’ পাশাপাশি তিনি জানান, তাঁকে আর হাজিরা দেওয়ার কথা বলা হয়নি ।
তবে সিবিআই সুত্রে খবর,এনামুলের কাছ থেকে কোনও উপহার নেননি বলে তৃণমূল সাংসদ দেব যা দাবি করেছেন সেটা আদও মেনে নেয়নি তদন্তকারী আধিকারিকরা । দেব যে সমস্ত উপহার নিয়েছেন বলে অভিযোগ উঠছে,তার যাবতীয় নথিসহ ফের দেবকে তলব করা হতে পারে বলে সুত্রের খবর ।।