এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৪ ফেব্রুয়ারী : চন্দননগর,বিধাননগর,আসানসোল ও শিলিগুড়ি পুরনিগমে বিপুল জয় পেলো রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস । ওই চার পুরনিগমের মধ্যে চন্দননগরে টিএমসি ৩২ টি আসনের মধ্যে ৩১ টি জিতেছে । সিপিআই(এম) জিতেছে একটি আসনে । এদিকে সিপিআই(এম) এর শাসনাধীন শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন ছিনিয়ে নিয়েছে তৃণমূল । এখানে তারা ৪৭ টি আসনের মধ্যে ৩৭ টিতে জিতেছে । বিজেপি ৫ টি আসন জিতে বিরোধীর স্থান অর্জন করেছে । এখানে বামফ্রন্ট পেয়েছে ৪ টি এবং কংগ্রেস একটি আসন পেয়েছে । সিপিএমের প্রাক্তন মন্ত্রী তথা মেয়র অশোক ভট্টাচার্য পরাজিত হয়েছেন ।
চার পুরনিগমের মধ্যে একটিতেও বিরোধীরা তৃণমূলকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারেনি । বাকি দুই পুরনিগমের মধ্যে ৪১ টি আসনের মধ্যে ৩৯ টি জিতে বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন পুনরুদ্ধার করেছে টিএমসি । যেখানে বিরোধী দল ভারতীয় জনতা পার্টি এবং মার্কসবাদী কমিউনিস্ট পার্টি খাতাই খুলতে পারেনি । কংগ্রেস একটি আসনে জিতেছে এবং একটি ওয়ার্ডে নির্দল প্রার্থী জয়লাভ করেছে । অন্যদিকে সর্বাধিক সংখ্যক আসন বিশিষ্ট আসানসোলে টিএমসি ১০৬ টি আসনের মধ্যে ৯১ টিতে জয়ী হয়েছে । এখানে বিজেপি ৭ টি,কংগ্রেস ৩ টি, বামেরা ২ টি এবং অন্যন্য ৩ টি আসনে জিতেছে ।
চারটি মিউনিসিপ্যাল কর্পোরেশনের জয়ে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন গৌতম দেব শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের পরবর্তী মেয়র হবেন । ৩ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন গৌতম দেব । এদিকে আসানসোলে তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী জিতেছেন । যদিও ফলাফল প্রকাশের পর বিরোধী দলগুলি ভোটে কারচুপির অভিযোগ করেছে । এই অভিযোগ তুলে এদিন রাজ্য জুড়ে ডেপুটেশন কর্মসূচি পালন করে রাজ্যের গেরুয়া শিবির ।।