দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),১৪ ফেব্রুয়ারী : পূর্ব বর্ধমানে বিজেপির সাংগঠনিক কাটোয়া জেলার প্রাক্তন সভাপতি কৃষ্ণ ঘোষকে পুরসভা নির্বাচনে অনুব্রত মণ্ডলের গড়ে দায়িত্ব দিল দল । সোমবার রাজ্য নেতৃত্ব থেকে তাঁকে পুরভোট পর্যন্ত বীরভূম জেলার ইনচার্জের দায়িত্ব দিয়েছে বলে জানা গেছে । বীরভূম জেলায় রয়েছে বোলপুর, দুবরাজপুর, নৈহাটি,রামপুরহাট,সাঁইথিয়া ও সিউড়ি এই ৬ টি পুরসভা । এযাবৎ সব কটি ছিল তৃণমূল কংগ্রেসের দখলে । কৃষ্ণ ঘোষের দাবি, ‘বীরভূমের পুরসভা এলাকাগুলির উন্নয়নে কিছুই করেনি তৃণমূল । ওরা সবেতেই দূর্নীতি করেছে আর কাটমানি খেয়েছে । নির্বাচন কমিশন যদি মানুষকে নির্ভয়ে ভোট দেওয়ার ব্যাবস্থা করতে পারে তাহলে এবারে দূর্নীতি আর অপশাসনের জবাব তৃণমূল পেয়ে যাবে ।’
এদিকে পূর্ব বর্ধমানের দাঁইহাট পুরসভাতেও এবারের পুরভোটে ইনচার্জের দায়িত্ব সামলাতে হচ্ছে কৃষ্ণ ঘোষকে । ইতিমধ্যেই তিনি দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারের ময়দানে নেমে পড়েছে । দেওয়াল লিখন থেকে শুরু করে ঘরে ঘরে গিয়ে দলীয় প্রার্থীদের ভোট দেওয়ার জন্য আবেদন জানাচ্ছেন কৃষ্ণবাবু । তিনি বলেন, ‘দাঁইহাট পুরসভা দীর্ঘদিন ছিল বামেদের দখলে । প্রাচীন এই শহরের জন্য ওরা কিছুই করেনি । তারপর তৃণমূল দল ভাঙিয়ে পুরসভা দখল করে । কিন্তু ক্ষমতার পরিবর্তন হলেও দাঁইহাট পুর এলাকার অবস্থার কিছুই পরিবর্তন হয়নি । তৃণমূল নেতারা আবাস যোজনা থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পে শুধু কাটমানি খেয়েছে । শহরে রাস্তাঘাট ঠিক নেই । নিকাশি নালা নেই । ডাম্পিং গ্রাউন্ড নেই । বিজেপি পুরসভায় ক্ষমতায় এলে এই সমস্ত কিছুকে অগ্রাধিকার দেওয়া হবে । এছাড়া আমরা দাঁইহাটে একটি পৃথক থানা করব ভেবেছি । যার ফলে এলাকায় দূর্বীত্তায়ন অনেক কমে যাবে ।’।