এইদিন ওয়েবডেস্ক,বীরভূম,১৪ ফেব্রুয়ারী : আগামী ২৭ ফেব্রুয়ারী ভোট । মনোনয়নের স্ক্রুটিনি পর্ব শেষ । প্রচারের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন শাসক-বিরোধী সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা । সোমবার এলাকার কালী ও মনসা মন্দিরে প্রণাম করে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করলেন বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সত্যপ্রকাশ তিওয়ারী ওরফে মুন্না তিওয়ারি । যদিও এদিন তাঁর সঙ্গে সেভাবে কোনও কর্মী সমর্থকদের দেখা যাইনি । তবে তিনি কোনও কিছুকে তোয়াক্কা না করেই কার্যত একাই বাড়ি বাড়ি গিয়ে ভোটের প্রচার চালালেন ।
সত্যপ্রকাশ তিওয়ারী বলেন, ‘শনিবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল । তারপর রবিবার থেকেই আমি প্রচার শুরু করে দিয়েছি ।’ তিনি বলেন, ‘দীর্ঘ প্রায় ২৫ বছর ধরে আমি রাজনীতি করছি । মানুষকে পরিষেবা দিয়ে আসছি । তাই এলাকার মানুষকে বোঝাচ্ছি,আপনাদের সুখে-দুঃখে, আপদে বিপদে এতদিন আপনাদের পাশে ছিলাম । এক পরিবারের সদস্যের মত এতদিন রয়েছি । তাই পরিবারের সদস্য মনে করে আমার পাশে দাঁড়ানোর জন্য মানুষের কাছে আবেদন করছি ।’ পাশাপাশি তিনি শাসকদলের প্রার্থীকে বহিরাগত বলে কটাক্ষ করেন । সেই সঙ্গে প্রচারে বিশেষ দলীয় কর্মী না থাকা প্রসঙ্গে সত্যপ্রকাশবাবু বলেন, ‘করোনা প্রটোকলের জন্য মাত্র ৫ জন দলীয় কর্মীকে নিয়ে প্রচারে বেড়িয়েছি । প্রতিদ্বন্দ্বী প্রার্থীর করোনা প্রটোকল সম্পর্কে কোনও জ্ঞান নেই তাই দল বেঁধে ঘুরছেন ।’।