এইদিন ওয়েবডেস্ক,ব্যাঙ্গালোর,১৪ ফেব্রুয়ারী : ‘ধর্ষণ আটকাতেই হিজাব,ভারতে মহিলারা হিজাব পড়েন না বলেই ধর্ষণে বিশ্বে প্রথম’, কর্ণাটকে চলমান ‘হিজাব বিতর্ক’-এর মাঝে এমনই এক অদ্ভুত দাবি করে বসলেন জমির আহমেদ নামে কর্ণাটকের এক কংগ্রেস নেতা তথা এমএলএ । সোমবার সাংবাদিকরা তাঁকে রাজ্যের বর্তমান হিজাব বিতর্ক নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন,’হিজাবকে আসলে ‘হোশ-আ-পর্দা’ বলা হয় । মেয়েরা বড় হলে তাদের হিজাবের মধ্যে ঢেকে রাখা নিয়ম । কারন মেয়েদের সৌন্দর্য যেন দেখা না যায় । তাই মেয়েদের সৌন্দর্য লুকিয়ে রাখার জন্যই হিজাব পড়া হয় ।’ এরপর তিনি দাবি করে বসেন, ‘আজ আপনারা দেখতে পাবেন ভারতে ধর্ষণের ঘটনা বিশ্বের মধ্যে প্রথম । কারন কি ? কারন একটাই, মেয়েরা ‘হোশ-আ-পর্দা’য় থাকেন না বা হিজাব পড়েন না ।’
তবে কর্ণাটকের চামরাজপেট আসনের (Chamrajpet constituency) কংগ্রেস বিধায়ক জমির আহমেদ ভারতের ধর্ষণের হার নিয়ে যা দাবি করেছেন সেটা যে সর্বৈব মিথ্যা তা পরিসংখ্যানেই স্পষ্ট । পরিসংখ্যান অনুযায়ী ১১৯ টি দেশের মধ্যে ধর্ষণে শীর্ষস্থানীয় প্রথম দশটি দেশের নাম বতসোয়ানা, অস্ট্রেলিয়া,লেসোথো,দক্ষিণ আফ্রিকা, বারমুডা, সুইডেন, সুরিনেম,কোস্টারিকা, নিকারাগুয়া ও গ্রেনাডা । সেখানে তালিকায় ৯৫ তম স্থানে রয়েছে ভারত । যেখানে বতসোয়ানায় প্রতি লাখে ধর্ষণের হার ৯৩ জন সেখানে ভারতের হার প্রায় দুইয়ের কাছাকাছি ।।