এইদিন ওয়েবডেস্ক,ভিলওয়ারা(রাজস্থান),১৪ ফেব্রুয়ারী : মাস ছয়েক আগে আচমকা বাড়ি থেকে উধাও হয়ে গিয়েছিলেন বৃদ্ধ । অনেক খোঁজাখুঁজি করে তাঁর কোনও সন্ধান না পেয়ে পুলিশের দ্বারস্থ হয় পরিবার । কিন্তু পুলিশও বৃদ্ধের কোনও হদিশ করতে পারেনি । শেষে প্রতিবেশী গ্রামের শুকিয়ে যাওয়া পুকুর থেকে উদ্ধার হল বৃদ্ধের নরকঙ্কালটি । কঙ্কালের গলায় থাকা একটি লকেট দেখে সনাক্ত করলেন বৃদ্ধের ছেলে । ঘটনাটি রাজস্থানের ভিলওয়ারার কোটরি থানা এলাকার । পুলিশ জানিয়েছে বৃদ্ধের নাম নাথুলাল সুথার (৬০)(Nathulal Suthar) । তাঁর বাড়ি কোটরি থানা এলাকার রীথ গ্রামে ।
পরিবার ও পুলিশ সুত্রে জানা গেছে,নাথুলাল সুথার মানসিকভাবে অসুস্থ ছিলেন । হঠাৎ করে বাড়ি থেকে উধাও হয়ে যেতেন । পরে নিজেই বাড়ি ফিরে আসতেন । এভাবে গত বছরের ১০ আগস্ট নিখোঁজ হয়ে যান নাথুলাল । অনেক খোঁজাখুঁজির পর কোনও সন্ধান করতে না পেরে ২৯ অক্টোবর বৃদ্ধের ছেলে নন্দলাল কোটরি থানায় একটি নিখোঁজ ডাইরি করেন । আজমেরে থেকে ডগ স্কোয়াড ও এফএসএল দল এসে ঘটনাস্থলে খোঁজাখুঁজি করেও বৃদ্ধের কোনও হদিশ করতে পারেনি ।
জানা গেছে,কোটরি থানা এলাকার গিরদিয়া গ্রামের বারেথ সাগর নামে একটি পুকুর রয়েছে । পুকুরটির জল শুকিয়ে গেছে । গত শনিবার ওই পুকুরের একবারে মাঝে একটি নরকঙ্কাল দেখতে পায় স্থানীয় লোকজন । খবর পেয়ে ঘটনাস্থলে আসে কোটরি থানার পুলিশ । পুলিশ রীথ গ্রামের বাসিন্দা নন্দলাল সুথারকে ডেকে পাঠায় । রবিবার ওই ব্যক্তি গিয়ে নরকঙ্কালের গলায় থাকা একটি লকেট দেখে জানান ওই কঙ্কালটি তাঁর বাবার ।
প্রাথমিকভাবে পুলিশের অনুমান জলে ঢুবেই মৃত্যু হয়েছে ওই বৃদ্ধের । পুলিশ জানিয়েছে,মেডিকেল বোর্ড থেকে কঙ্কালের ময়নাতদন্ত করা হয়েছে । সেই সঙ্গে ডিএনএ পরীক্ষার জন্য কঙ্কাল থেকে নমুনাও নেওয়া হয়েছে ।এখন বৃদ্ধের পরিবারের সদস্যদের নমুনা নিয়ে উভয় নমুনা ডিএনএ পরীক্ষার ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।।