এইদিন ওয়েবডেস্ক,মালদা,১৩ ফেব্রুয়ারী : চৌবাচ্ছার জলে ডুবে মর্মান্তিকভাবে মৃত্যু হল ইঁট ভাটার শ্রমিক দম্পতির দুই শিশুসন্তানের । শনিবার ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার নলডুবি এলাকায় । পুলিশ জানিয়েছে,নিহত দুই শিশুর নাম ঋত্মিক তাঁতি(৬) ও রোশন তাঁতি(৫)। রবিবার মৃতদেহ দুটির ময়নাতদন্তের পর অন্ত্যেষ্টিক্রিয়া ক্রিয়া করা হয় ।
জানা গেছে,ঋত্মিক ও রোশনের বাবা-মা করণ তাঁতি ও কিরণদেবীর বাড়ি নলডুবি এলাকার একটি ইঁটভাটাতে শ্রমিকের কাজ করেন । বিহারের ভাগলপুরের বাসিন্দা ওই দম্পতি মাস তিনেক ধরে রয়েছেন মালদায় । করণ তাঁতি জানিয়েছেন, প্রতিদিনের মত ওই দিন সকাল থেকে তাঁরা স্বামী-স্ত্রী ইঁট ভাটার কাজে ব্যাস্ত ছিলেন । ঘরে ছিল তাঁদের দুই শিশুপুত্র । তারপর সন্ধ্যা নাগাদ তাঁরা কাজ থেকে ফিরে এসে দেখেন তাঁদের সন্তানরা ঘরে নেই ৷ তখন খোঁজাখুঁজি করতে ভাটির একটি চৌবাচ্চার জলের মধ্যে তাঁদের দুই সন্তানকে ভাসতে দেখেন ।
জানা গেছে,এরপর দুই শিশুকে চৌবাচ্চার জল থেকে তুলে তড়িঘড়ি মালদা মেডিক্যাল কলেজ ও হাসাপতালে আনা হয় । কিন্তু চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন । মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া এলাকায় ।।