এইদিন ওয়েবডেস্ক,দাভাঙ্গেরে(কর্ণাটক),১৩ ফেব্রুয়ারী : কর্ণাটকে হিজাব বিতর্কের মাঝেই হিজাব সমর্থনকারীরা হিংসার রাস্তা বেছে নিয়েছে ৷ হিজাবের বিপক্ষে ব্যক্তিগত মতামত প্রকাশকারীদের উপর তাঁরা হামলাও চালাতে শুরু করে দিয়েছে বলে অভিযোগ । এমনই এক ঘটনা প্রকাশ্যে এসেছে কর্ণাটকের দাভাঙ্গেরে(Davanagere) জেলার হরিহর ফার্স্ট গ্রেড কলেজ ক্যাম্পাসে হিজাব নিয়ে বিক্ষোভের সময় । দীপক বোপান্না (Deepak Bopanna) নামে এক ব্যক্তি ট্যুইটারে কিছু ছবিসহ পোস্ট করে লিখেছেন, ‘ভিডিওটি হরিহর প্রথম শ্রেনীর কলেজে হিজাব প্রতিবাদের সময় একদল মুসলিম যুবক নাগরাজ নামে এক যুবককে নির্মমভাবে মারধর করেছে । হামলার কারণ তদন্ত করা হচ্ছে । ৬ জনকে গ্রেফতার গ্রেফতার করা হয়েছে ।’ পাশাপাশি তিনি লেখেন, ‘হিজাব নিয়ে আপত্তিকর সোশ্যাল মিডিয়া পোস্ট করার জন্য ডিভিজি-তে নাল্লুরের কাছে দিলীপ নামে একটি ছেলেকে পেটানোর পর ছুরিকাঘাত করা হয়েছে । হাতাহাতির মধ্যে একজন বয়স্ক মহিলা দুর্ঘটনাক্রমে একটি পাথরের আঘাতে আহত হয়েছেন । দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ।’দুটি ঘটনাই দু’দিন আগের বলে তিনি জানিয়েছেন ।
মেঘ আপডেট (Megh Updates) নামে একটি ট্যুইটার হ্যান্ডেলে ভিডিওটি শেয়ার করা হয়েছে । ভিডিওতে দেখা যাচ্ছে একদল উন্মত্ত যুবক এক যুবকে এলোপাথাড়ি লাথি,ঘুঁষি মারছে । আক্রান্ত যুবক নিজের প্রাণ বাঁচানোর জন্য পালানোর চেষ্টা করছেন । কিন্তু তার পিছু ধাওয়া করে ধরে ফেলে বেদম পেটাচ্ছে হামলাকারীরা ।
জানা গেছে,গত মঙ্গলবার দাভাঙ্গেরে জেলার হরিহর ফার্স্ট গ্রেড কলেজ ক্যাম্পাসে হিংসাত্মক জনতাকে নিয়ন্ত্রণ করতে পুলিশ টিয়ার গ্যাসের শেল ছোড়ে ও সেই সঙ্গে লাঠিচার্জ করতে বাধ্য হয় । প্রত্যক্ষদর্শীদের মতে,এই ঘটনায় বেশ কয়েকজন পুলিশ সদস্য ও ছাত্র আহত হয়েছেন । অনেক দুচাকার গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে । উত্তেজনা বহুল এলাকায় টহল দিচ্ছে পুলিশবাহিনী ।
অন্যদিকে দাভাঙ্গেরে জেলার মালেবেনুর শহরেও হিজাব নিয়ে হিংসার খবর পাওয়া গেছে । যেখানে হিজাবের বিরুদ্ধে হোয়াটস অ্যাপে মতামত প্রকাশের অপরাধে মুসলিম জনতা এক ব্যক্তিকে মারধর করার পর ছুরি নিয়ে হামলা চালায় বলে অভিযোগ ।
খবরে প্রকাশ,আক্রান্ত ব্যক্তি দিলীপ মালাগিমানে (Dileep Malagimane) মালেবেনুর (Malebennur) শহরের গিগালি সার্কেলের(Gigali circle)-এর কাছে একটি দোকান চালান । ধর্মীয় পোশাক নিয়ে কর্ণাটক হাই কোর্টের সাম্প্রতিক নিষেধাজ্ঞার সমর্থন করে হোয়াটসঅ্যাপ লিখেছিলেন দিলীপ । আর সেই অপরাধে মুসলিম সম্প্রদায়ের প্রায় শ’তিনেক লোক তাঁর দোকানে চড়াও হয়ে তাঁকে দোকান থেকে টেনে বের করে নিয়ে যায় । তারপর তাঁকে নৃশংসভাবে মারধর করে বলে অভিযোগ । তাঁকে উদ্ধার করতে স্থানীয় থানা থেকে পুলিশবাহিনী ছুটে আসে । তখন পুলিশকে আক্রমন করে হামলাকারীরা । কয়েকজন পুলিশকর্মী আহতও হয় । এরপর পুলিশ হামলাকারীদের মধ্যে কয়েকজনকে গ্রেফতার সুনির্দিষ্ট ধারায় মামলা রজু করে ।
একই ঘটনা ঘটেছে দাভাঙ্গেরে জেলার নাল্লুর গ্রামে । সেখানে নবীন নামে বছর পঁচিশের এক যুবক ও তাঁর ৬০ বছরের বৃদ্ধা মা সরোজম্মা উন্মত্ত মুসলিম জনতার হাতে আক্রান্ত হয়েছেন বলে খবর । এমনকি তাঁদের বাড়ি ভাঙচুরও চালানো হয় বলে অভিযোগ ।
এদিকে হিজাব বিতর্কের মাঝেই নতুন এক বিতর্কের সৃষ্টি হয়েছে । জানা গেছে, ম্যাঙ্গালুরুর কাদাবায়(Mangaluru’s Kadaba) একটি সরকারি স্কুলের ক্লাসরুমের মধ্যে নামাজ পড়তে শুরু করে দিয়েছে পড়ুয়ারা ।ক্লাসের ভেতরে ছাত্রদের নামাজ পড়ার ভিডিও ভাইরাল হয়েছে । বিইও স্কুল ম্যানেজমেন্টের কাছে এনিয়ে বিস্তারিত রিপোর্ট চেয়েছে বলে খবর ।।