দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),১২ ফেব্রুয়ারী : একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে ধান জমিতে উলটে গেল একটি যাত্রীবাহী বাস । দূর্ঘটনায় আহত হয়েছে ৯ – ১০ জন যাত্রী । শনিবার সকালে দূর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার এরুয়ারের যাত্রাদিঘি বাসস্ট্যান্ডের কাছে বলগোনা-গুসকরা রাজ্য সড়কে । স্থানীয় লোকজন প্রথমে উদ্ধার কাজে হাত লাগান । তবে আহতদের কারোর আঘাত গুরুতর নয় বলে জানা গেছে ।
স্থানীয় সুত্রে জানা গেছে,এদিন সকালে বলগোনা থেকে গুসকরার মুখে যাচ্ছিল ওই যাত্রীবাহী বাসটি । এরুয়ারের যাত্রাদিঘি বাসস্ট্যান্ডের কাছাকাছি এলে একই মুখে যাওয়া একটি গাড়িকে ওভারটেক করতে যায় । সেই সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডান দিকের ধানজমিতে গিয়ে উলটে পড়ে । যাত্রীরা বাসের মধ্যে ছিটকে পড়েন । ধানজমির জলে তাঁদের পোশাক ভিজে যায় । স্থানীয় লোকজন ছুটে এসে উদ্ধার কাজ শুরু করেন । বাসযাত্রীদের পোশাকের ব্যাবস্থা করেন । এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী । তিনি দাঁড়িয়ে থেকে উদ্ধার কাজে তদারকি করেন ।।