এইদিন ওয়েবডেস্ক,ইংরেজবাজার(মালদা),১১ ফেব্রুয়ারী : দোকান ভেঙে বিদ্যুতের ট্রান্সফর্মার বসাতে বাধা দেওয়ায় এক মহিলা ও তাঁর দুই মেয়েকে বেদম মারধরের অভিযোগ উঠল পঞ্চায়েতের তৃণমূলের সদস্য ও তাঁর দলবলের বিরুদ্ধে । শুক্রবার ঘটনাটি ঘটেছে মালদা জেলার ইংরেজবাজার থানার নিয়ামতপুর আমগাছি গ্রামে । সলিনা বিবি (৩৬) নামে আক্রান্ত ওই মহিলা ও তাঁর দুই মেয়ে বর্তমানে গুরুতর জখম অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন । আহত মহিলার পরিবারের তরফ থেকে এনিয়ে মিলকি পুলিশ ফাঁড়িতে স্থানীয় পঞ্চায়েতের তৃণমূলের সদস্য অভিযুক্ত সাইরুদ্দিন সবজি ও তাঁর সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
স্থানীয় জানা গিয়েছে,আমগাছি গ্রামের বাসিন্দা সেলিনা বিবির স্বামী জুমরাতি সবজি শ্রমিকের কাজ করেন । স্বামী-স্ত্রী ও দুই নাবালিকা মেয়েকে নিয়ে তাঁদের সংসার । হতদরিদ্র পরিবারে কিছুটা সাশ্রয়ের জন্য বাড়ির সামনে পূর্ত দপ্তরের জায়গায় উপরে একটি ঝুপড়িতে সলিনা বিবি ও তাঁর দুই মেয়ে মিলে সবজির ও ফলের দোকান চালান ।
অন্যদিকে সলিনা বিবিদের বাড়ির কিছুটা পাশেই বাড়ি স্থানীয় পঞ্চায়েতের তৃণমূলের সদস্য সাইরুদ্দিন সবজির । সাইরুদ্দিনের বাড়ির সামনে পূর্ত দপ্তরের জায়গার উপরে রয়েছে একটি বিদ্যুতের ট্রান্সফর্মার । ওই ট্রান্সফর্মার থেকেই এলাকায় বিদ্যুৎ সরবরাহ হয় । কিন্তু বাড়ির ঠিক সামনেই ট্রান্সফর্মার থাকায় বাড়ির সৌন্দর্য নষ্ট হওয়ায় অনেক দিন ধরেই সেটি তুলে অন্যত্র সরানোর পরিকল্পনা করছিলেন সাইরুদ্দিন । কিন্তু বিশেষ সুবিধা করতে পারছিলেন না । শেষমেশ তাঁর নজর পড়ে সলিনা বিবিদের দোকানের উপর ।
অভিযোগ, এদিন সকালে সাইরুদ্দিন সবজি দলবল নিয়ে এসে মহিলাদের ফলের দোকান ভেঙে সেখানে জবরদস্তি ট্রান্সফর্মার বসানো চেষ্টা করেন । বাধা দেন ওই মহিলা । তখন মহিলার হাতে থাকা একটি চ্যালা কাঠ কেড়ে নিয়ে তাঁকে বেদম মারধর করা হয় বলে । বাঁচাতে গিয়ে সাইরুদ্দিনের দলবলের হাতে বেদম মার খায় মহিলার দুই মেয়ে । এমনকি অভিযুক্ত পঞ্চায়েত সদস্য সলিনা বিবিদের গ্রাম থেকে তাড়িয়ে দেওয়ারও হুমকি দেখান বলেও অভিযোগ ।
সালিনা বিবির উপর হামলার মুহূর্ত । ইংরেজবাজার । শুক্রবার ।
জানা গেছে,ঘটনার পর প্রতিবেশীরা ছুটে এসে মহিলা ও তাঁর দুই মেয়েকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে প্রথমে মিলকি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় । কিন্তু আহতের অবস্থার অবনতি হওয়ায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় । সালিনা বিবির অভিযোগ, ‘এর আগেও একবার জোর করে আমাদের বাড়ির সামনে বিদ্যুতের ট্রান্সফর্মার বসানোর চেষ্টা করেছিলেন পঞ্চায়েত সদস্য সাইরুদ্দিন সবজি । তখন আমরা পুলিশের দ্বারস্থ হয়েছিলাম । শেষে পুলিশ এসে ট্রান্সফর্মার বসাতে নিষেধ করলে আর সাহস করেনি । কিন্তু এদিন সকালে ফের দলবল সঙ্গে এনে আমাদের দোকানের জায়গায় ট্রান্সফর্মার বসানোর চেষ্টা করলে আমি ও আমার স্বামী মিলে বাধা দিই । তখন ওরা আমার স্বামীকে বেঁধে রেখে আমাকে ও আমাদের দুই মেয়েকে ব্যাপক মারধর করে । আমরা দুর্বল বলেই আমাদের বারবার নিশানা করে সাইরুদ্দিন ।’
এদিকে এক গরীব পরিবারের উপর বারবার হামলার ঘটনায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এলাকায় । ওই পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেওয়ার দাবি তুলেছেন আক্রান্ত মহিলার পরিবার পরিজন ও প্রতিবেশীরা ।।