এইদিন ওয়েবডেস্ক,নয়া দিল্লি,১১ ফেব্রুয়ারী : কর্ণাটকের হিজাব ইস্যুতে হস্তক্ষেপ করতে চাইল না সুপ্রিম কোর্ট । সেই সঙ্গে বিষয়টি নিয়ে জাতীয় স্তরে শোরগোল না পাকানোর জন্য মামলাকারীর কাছে আবেদন জানিয়েছে আদালত । ভারতের প্রধান বিচারপতি এনভি রমনা বলেছেন, ‘আমরা জানি রাজ্যে কী ঘটছে,’আপনি কি মনে করেন আমাদের এই বিষয়গুলিকে উচ্চ স্তরে নিয়ে যাওয়া উচিত ? প্রয়োজন হলে আমরা উপযুক্ত সময়ে মামলাটি গ্রহণ করব ।’
বৃহস্পতিবার কর্ণাটক হাইকোর্ট একটি অন্তর্বর্তী আদেশ জারি করে জানায়,অবিলম্বে রাজ্যের স্কুল কলেজগুলি খুলতে হবে । সেই সঙ্গে হাইকোর্টের প্রধান বিচারপতি ঋতু রাজ অবস্থি, বিচারপতি কৃষ্ণ এস দীক্ষিত এবং জেএম খাজি জানিয়েছিলেন, তাঁরা সোমবার এনিয়ে একটি আদেশ জারি করবেন । তাই আদালতের মতে মামলা চলাকালীন স্টেক হোল্ডাররা কোনও ধর্মীয় পোশাক বা হেডড্রেস পরে যেন শিক্ষা প্রতিষ্ঠানে না আসেন ।
এই রায়কে পড়ুয়াদের স্বাধীনতাকে রোধ করার চেষ্টা বলে অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে একজন পড়ুয়ার পক্ষ থেকে এসএলপি বা স্পেশ্যাল লিভ পিটিশন (SLP) দাখিল করেছিলেন অ্যাডভোকেট দেবদত্ত কামাত । সেই সঙ্গে মামলাটি দ্রুত শুনানির জন্য তিনি আর্জি জানান আদালতের কাছে । কিন্তু তাঁর সেই আবেদন শীর্ষ আদালত খারিজ করে দিয়েছে । সুপ্রিম কোর্ট জানিয়েছে,কর্নাটক হাইকোর্ট এটি ইতিমধ্যেই জরুরী ভিত্তিতে শুনানি করছে । এখনও হাইকোর্টের চূড়ান্ত আদেশও বেরিয়ে আসেনি । তাই শীর্ষ আদালত এই মুহুর্তে হিজাব মামলায় হস্তক্ষেপ করতে চায় না ।।