এইদিন ওয়েবডেস্ক,সাও পাওলো,১১ ফেব্রুয়ারি : হ্যাক করা হল ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমারের ব্যাঙ্ক অ্যাকাউন্ট । অ্যাকাউন্ট থেকে প্রায় ৫০ হাজার ডলার গায়েব হয়ে গেছে বলে খবর । পরে ফুটবলারের কাছ থেকে অভিযোগ পেতেই নড়েচড়ে বসে সাও পাওলো পুলিশ । গ্রেফতার করা হয় বছর ২০-এর এক ব্রাজিলিয়ান যুবককে । তবে তদন্তের স্বার্থে ধৃতের পরিচয় প্রকাশ করেনি পুলিশ ।
ব্রাজিলে অনলাইনে লেনদেনের জন্য পিআইএক্স নামে একটি অ্যাপ ব্যবহার করা হয় । এটি অপেক্ষাকৃত সহজ এবং সুবিধাজনক হওয়ায় দেশের সিংহভাগ মানুষ অ্যাপটি ব্যবহার করে । নেইমারও এই অ্যাপের মাধ্যমে টাকার লেনদেন করেন । আর এই পিআইএক্স ব্যবহার করে নেইমারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাবা বসায় হ্যাকার ।
সাও পাওলো পুলিশের প্রধান ফাবিও পিনহেইরো লোপেস স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, নেইমারের যে অ্যাকাউন্টটি থেকে টাকা চুরি হয়েছে সেটি আদপে তাঁর বাবা লেনদেন করতেন । সম্প্রতি হঠাৎ অ্যাকাউন্ট থেকে ১৯০০ ডলার গায়েব হয়ে যায় । তারপর দু’দফায় ৪০০০ ডলার এবং ১০,০০০ ডলার সরিয়ে ফেলে ধৃত যুব । সব মিলিয়ে প্রায় ৪০,০০০ ডলার উধাও হয়ে যায় ওই অ্যাকাউন্ট থেকে । লোপেস বলেন, ‘ওই যুবক একটি প্রতিষ্ঠানের প্রশাসনিক সহকারী হিসেবে কাজ করেন । তিনি একটা বড় অপরাধী চক্রের সঙ্গে জড়িত । মূলত নেইমারের মতো বিখ্যাত ব্যক্তিদের সে টার্গেট করত । সহকর্মীর আইডি থেকে পিআইএক্সে লগ ইন করে সে ইতিমধ্যে অনেকের অ্যাকাউন্ট থেকে টাকা আত্মসাৎ করেছে । যাতে অ্যাকাউন্ট মালিকের বিষয়টি নজরে না পড়ে তার জন্য অল্প অল্প করে চুরি করত ওই যুবক ।’
যদিও চুরি যাওয়া টাকাটা নেইমারের কাছে যৎ সামান্য । কারণ পিএসজির কাছ থেকে তিনি বেতন বাবদ প্রতি ১০ ঘণ্টাতেই এই টাকা পেয়ে থাকেন । তাই এনিয়ে তাঁর মাথাব্যাথাও নেই । নেইমারের প্রেস অফিসার এনিয়ে পুলিশের কাছে অভিযোগও জানাননি বলে খবর । তবে নেইমার মত একজন সেলিব্রিটি গ্রাহকের অ্যাকাউন্ট থেকে টাকা চুরির ঘটনাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ । মূলত ব্যাঙ্কের তরফ থেকে অভিযোগ পেয়ে হ্যাকিং চক্রের সন্ধান চালাতে শুরু করেছে সাও পাওলো পুলিশ ।।