এইদিন ওয়েবডেস্ক,বেঙ্গালুরু,১০ ফেব্রুয়ারী : হিজাব বিতর্কের শুরু হওয়ার পর অশান্তি এড়াতে রাজ্যের সমস্ত স্কুল কলেজ তিন দিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নির্দেশ দিয়েছিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাই । বৃহস্পতিবার কর্ণাটক হাইকোর্ট ফের স্কুল কলেজ খোলার নির্দেশ দিয়েছে । সেই সঙ্গে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় পোশাক পরে আসার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । হাইকোর্টের তিন সদস্যের বেঞ্চ এই নির্দেশ দেওয়ার পর এই বিষয়ে শুনানি সোমবার পর্যন্ত মুলতবি করে দেন ।
মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাই বলেন, ‘আমি সবাইকে একযোগে কাজ করার এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য আবেদন করছি । সোমবার থেকে ফের দশম শ্রেণী ও সমস্ত কলেজের ক্লাস শুরু হবে । ডিগ্রী কলেজ পরে খোলা হবে । দ্বিতীয় ধাপে একাদশ দ্বাদশ ও দ্বিতীয় ডিগ্রি কলেজ খোলার বিষয়ে ভাবা হয়েছে ।’ সেই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে কোনও ধরনের ধর্মীয় পোশাক না পড়ে আসার জন্য আহ্বান জানান মুখ্যমন্ত্রী ৷।