দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),১০ ফেব্রুয়ারী : আগুনে দগ্ধ একটি গোখরো সাপকে উদ্ধার করে প্রাণ বাঁচালো বর্ধমান সোসাইটি ফর অ্যানিমেল ওয়েলফেয়ার নামে পূর্ব বর্ধমান জেলার এক পশুপ্রেমী সংগঠন । জানা গেছে,পূর্ব বর্ধমান জেলার ভাতাড় থানার অন্তর্গত বড়বেলুন গ্রাম থেকে সাপটিকে উদ্ধার করা হয়েছে । স্থানীয় গ্রামবাসী পলাশ ঘোষের বাড়িতে খড়ের পালুইয়ের মধ্যে বাসা করেছিল ফুট চারেকের ওই খরিশ গোখরো (spectacle cobra) সাপটি । কিন্তু গত মঙ্গলবার রাতে কোনওভাবে পালুইয়ে আগুন ধরে যায় । প্রাণ বাঁচাতে পালুই থেকে বেড়িয়ে আসে সাপটি । কিন্তু তার আগে সাপটির শরীরের একাংশ গুরুতর দগ্ধ হয়ে যায় । বিষয়টি গৃহকর্তার নজরে পড়লে ভাতারের বাসিন্দা পশুপ্রেমী যুবক হুম কুমার রানাকে খবর দেন । এরপর হুমবাবুর কাছ থেকে খবর পেয়ে বর্ধমান সোসাইটি ফর অ্যানিমেল ওয়েলফেয়ারের সদস্য অর্ণব দাস, রতন দাস, দেবব্রত বিশ্বাস,কৃষ্ণরূপ চৌধুরীরা এসে সাপটিকে উদ্ধার করেন ।
অর্ণব দাস বলেন, ‘সাপটির মুখসহ শরীরের একাধিক জায়গায় গুরুতরভাবে পুড়ে গেছে । আমরা সাপটি বর্ধমানে আনার পর ড্রেসিং করি । ইঞ্জেকশন দিই ও অন্যান্য ওষুধ খাওয়াই । বর্তমানে সাপটির অবস্থা অনেকটা স্থিতিশীল ।’ পাশাপাশি তিনি জানিয়েছেন সাপটি পুরোপুরি সুস্থ হলে তার এলাকাতেই ছেড়ে দেওয়া হবে ।।