দিব্যেন্দু রায়, ভাতার, ০৩ নভেম্বরঃ নিম্ন মানের চাল দেওয়ার অভিযোগ উঠল ভাতার থানার বলগোনা বাজারের এক রেশন ডিলারের বিরুদ্ধে । এনিয়ে গ্রাহকদের তুমুল বিক্ষোভের মুখে পড়তে হল সীতাংশু চৌধুরী নামে ওই রেশন ডিলারকে । মঙ্গলবার সকালে এই ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায় । খবর পেয়ে ঘটনাস্থলে যান ভাতার ব্লক খাদ্য পরিদর্শক । উত্তেজিত গ্রামবাসীরা তাঁকে ঘিরেও বিক্ষোভ প্রদর্শন শুরু করে দেয় । শেষে খাদ্য পরিদর্শকের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয় ।
জানা গেছে,সীতাংশু চৌধুরীর রেশন দোকানটি রয়েছে বলগোনা রেলস্টেশনের কাছে। এদিন সকালে সেখানে রেশন সামগ্রী বিলি করা হচ্ছিল । কিন্তু রেশন বিলি শুরু হতেই চাল নিয়ে অসন্তোষ দেখাতে থাকেন গ্রাহকরা । পরে আরও কিছু গ্রাহক জড়ো হয়ে গেলে শুরু হয় ডিলারকে ঘিরে বিক্ষোভ । গ্রাহকদের অভিযোগ,এদিন রেশনে পোকা ধরা চাল বিলি করা হচ্ছিল । ডিলারকে বারবার বলা সত্ত্বেও তিনি গ্রাহকদের কোনও কথায় কর্নপাত করছিলেন না । তাই শেষে বিক্ষোভ দেখাতে বাধ্য হন বলে জানিয়েছেন গ্রাহকরা। যদিও ডিলার সিতাংশু চৌধুরীর দাবি,”আমাকে সরকারিভাবে যে চাল দেওয়া হয়েছে তাই আমি বিলি করছিলাম । এরপর প্রশাসন থেকে যা নির্দেশ দেওয়া হবে তাই করব ।”
জানা গেছে,বিক্ষোভের জেরে রেশন বিলি বন্ধ হয়ে যায় । খবর পেয়ে ঘটনাস্থলে যান বলগোনা পঞ্চায়েতের প্রধান আমজাদ সেখ ও ভাতার ব্লক খাদ্য পরিদর্শক দয়াময় গোস্বামী । যায় পুলিশবাহিনী । শেষে খাদ্য পরিদর্শক ব্যাবস্থা নেওয়ার আশ্বাস দিলে শান্ত হন গ্রাহকরা । দয়াময়বাবু বলেন, “রেশন ডিলারকে বলা হয়েছে যে সব বস্তায় খারাপ চাল থাকবে তা যেন বিলি না করা হয়”।