দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),০৮ ফেব্রুয়ারী : প্রায় সব রাজনৈতিক দলই পুরসভার ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করেছে । প্রচারের পাশাপাশি চলছে মনোনয়ন পর্ব । এদিকে ভোটের দিন যত এগিয়ে আসছে ততই ছড়াচ্ছে রাজনৈতিক উত্তাপ । আর তার প্রমান পাওয়া গেল পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় । মঙ্গলবার সকালে কাটোয়ার দাঁইহাট বাজারের সাঁটানো বেশ কিছু ছবি পোস্টার স্থানীয় বাসিন্দাদের নজর কেড়ে নেয় । ছবিগুলি আদপে এক দম্পতির ঘনিষ্ঠ মুহুর্তে তোলা । সমুদ্র সৈকতে তোলা ছবিতে স্ত্রীর পড়নে বিকিনি । স্বামী অর্ধনগ্ন । ছবির নিচে লেখা বিনীতা বড়াল,বিজেপি নেত্রী । আবার কোথাও লেখা সিদ্ধার্থর বউ । এদিকে এই ছবি পোস্টারের কথা চাওড় হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রাজনৈতিক মহলে । তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিনীতাদেবীও । এই ঘটনায় তিনি সরাসরি তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তুলেছেন । যদিও অভিযোগ পত্রপাঠ খারিজ করে দিয়েছে শাসকদল । প্রসঙ্গত,এবারে পুর নির্বাচনে বিনীতাদেবী ও তাঁর স্বামী সিদ্ধার্থ বড়ালকে প্রার্থী করেছে গেরুয়া শিবির ।
সোমবার পূর্ব বর্ধমান জেলার পুরসভাগুলির সমস্ত ওয়ার্ডে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিজেপি । দাঁইহাট পুরসভার ৫ নম্বর ওয়ার্ডে প্রার্থী করা হয়েছে বিজেপির ওবিসি মোর্চার রাজ্য সম্পাদিকা বিনীতা বড়ালকে । পাশের ৪ নম্বর ওয়ার্ডে বিনীতাদেবীর স্বামী সিদ্ধার্থ বড়ালকে টিকিট দেওয়া হয়েছে । আর বিজেপির প্রার্থী তালিকা প্রকাশের পর রাত পোহাতেই দেখা যায় দাঁইহাট বাজারের একাধিক জায়গায় পোস্টারের আকারে সাঁটানো হয়েছে ওই দম্পতির ঘনিষ্ঠ মুহুর্তের একাধিক ছবি ।
বিনীতা বড়ালের দাবি,’স্বামী-স্ত্রীর ব্যক্তিগত মুহুর্তের ছবি প্রকাশ্যে সাঁটানো ক্ষমার অযোগ্য কাজ । এই নিকৃষ্ট কাজটি তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরাই করেছে বলে আমাদের অনুমান । থানায় অভিযোগ জানিয়েছি । এখন পুলিশ তদন্ত করে দেখুক ।’ অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতা শিশির কুমার মণ্ডল । তাঁর দাবি,বিজেপির গোষ্ঠীদ্বন্দের কারনেই এই ঘটনা ঘটেছে । এখানে তাঁদের দলের কোনও সম্পর্ক নেই ।