এইদিন ওয়েবডেস্ক,রোহতক (হরিয়ানা),০৭ ফেব্রুয়ারী : গুরমিত রাম রহিমের ২১ দিনের ফার্লোর (furlough) আবেদন মঞ্জুর করল হরিয়ানা সরকার । রোহতকের সুনারিয়া জেলে বন্দি রয়েছেন বিতর্কিত এই ধর্মগুরু । হরিয়ানার সিরসার ডেরায় পুলিশের নজরদারিতে থাকবেন রাম রহিম । সোমবার কারাগারের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে । তাঁকে জেল থেকে কড়া পুলিশি প্রহরায় ডেরায় নিয়ে যাওয়া হবে । ইতিমধ্যে আইনশৃঙ্খলা নিয়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে তিন দফা বৈঠক করেছেন রোহতকের পুলিশ সুপার উদয় সিং মীনা । ডিএসপি সদর দফতরের নেতৃত্বে রাম রহিমের সঙ্গে পুলিশের একটি বিশেষ দল পাঠানো হতে পারে বলে খবর ।
সিরসার ডেরার মধ্যে দুই সাধ্বীকে ধর্ষণের মামলায় সিবিআইয়ের বিশেষ আদালত ২০১৭ সালের আগস্টে গুরমিত রাম রহিমকে কারাদণ্ডের নির্দেশ দেয় । পরে সাংবাদিক রামচন্দ্র ছত্রপতি ও রঞ্জিতকে খুনের মামলাতেও দোষী সাব্যস্ত হন রাম রহিম । তারপর থেকে জেলবন্দি রয়েছেন এই ধর্মগুরু । সম্প্রতি জেল প্রশাসনের কাছে ২১ দিনের ফার্লো চেয়ে জেল প্রশাসনের কাছে আবেদন জানিয়েছিলেন রাম রহিম । জেল প্রশাসন সরকারের কাছে তাঁর সেই আবেদন পাঠিয়েছিল । সোমবার রাম রহিম ফার্লোর সবুজ সংকেত পেয়েছেন বলে জানা গেছে । উল্লেখ্য,এক বছরের মধ্যে এনিয়ে পাঁচবার জেল থেকে বেড়িয়ে এলেন রাম রহিম। পাঞ্জাব ও হরিয়ানায় বিধানসভা নির্বাচনের ঠিক মুখেই জেলবন্দি ডেরা সাচ্চা সৌদার প্রধানের তিন সপ্তাহের ফার্লো পাওয়ায় উঠছে প্রশ্ন ।।