এইদিন ওয়েবডেস্ক,মানিকচক(মালদা),০৬ জানুয়ারী : শনিবার ছিল সরস্বতী পূজো । কিন্তু মালদা জেলার মানিকচকের মথুরাপুর ম্যানেজ প্রাথমিক বিদ্যালয় ও মথুরাপুর জুনিয়র বালিকা বিদ্যালয়ে সরস্বতী পূজো হয়নি । ফলে বেশ কিছুটা দুরে অন্য একটি স্কুলে গিয়ে পুষ্পাঞ্জলি দিতে যেতে হয়েছিল দুই স্কুলের পড়ুয়াদের । রবিবার বেশ কিছু অভিভাবক স্কুলে এসে সরস্বতী পূজো না করার পিছনে কারন জানতে আসেন । কিন্তু প্রধান শিক্ষক কোনও সদুত্তর দিতে না পারায় তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন অবিভাবকরা । এদিকে বেগতিক বুঝে নিজের বাইক ফেলে রেখেই পালিয়ে যান প্রধান শিক্ষক শেখ আরশাদ । এরপর অবিভাবকরা ক্ষিপ্ত হয়ে স্কুলের গেটে তালা ঝুলিয়ে দেন । প্রধান শিক্ষকের অপসারনের পাশাপাশি আইনানুগ শাস্তির দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মুসলিম সম্প্রদায়ভুক্ত হওয়ার কারনেই প্রধান শিক্ষক কোনও বছরেই সরস্বতী পূজোর আয়োজন করতে দেন না । যদিও অভিযোগ প্রসঙ্গে প্রধান শিক্ষকের কোনও মতামত পাওয়া যায়নি ।
মানিকচক ব্লকের অন্তর্গত মথুরাপুর ম্যানেজ প্রাথমিক বিদ্যালয় ও মথুরাপুর জুনিয়র বালিকা বিদ্যালয়ের ভবন দুটি পাশাপাশি । দুই স্কুল কর্তৃপক্ষই এবারে সরস্বতী পুজোর আয়োজন করেনি । স্থানীয় বাসিন্দা প্রতীক মিশ্র, মানিক ঘোষেদের অভিযোগ,’দুই স্কুলেই কোনও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় না । প্রজাতন্ত্র দিবস,স্বাধীনতা দিবসের দিন কোনও অনুষ্ঠান হয়না । এমনকি আশপাশের স্কুলে সরস্বতী পূজো হলেও এই দুই স্কুলে পূজো হয় না । আমাদের অনুমান প্রধান শিক্ষক মুসলিম হওয়ার কারনেই সরস্বতী পূজোর আয়োজন করতে দেন না । এদিকে পূজোর দিন বাড়ির কচিকাঁচার কান্নাকাটি করছিল । তাই পাশের গ্রামের স্কুলে তাদের পুষ্পাঞ্জলি দিতে নিয়ে যেতে হয়েছে ।’
স্থানীয় সুত্রে খবর,এদিন বেশ কিছু গ্রামবাসী স্কুলের সামনে এসে জড়ো হয়ে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন । ইতিমধ্যে বাইকে চড়ে স্কুলে আসেন মথুরাপুর ম্যানেজ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আরশাদ । তিনি আসতেই তাঁকে ঘিরে ধরে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা । বিক্ষোভের মুখে পড়ে মোটরবাইক ফেলে পালিয়ে যায় প্রধান শিক্ষক । শেষে দুটি স্কুলে তালা ঝুলিয়ে দেন বিক্ষোভকারীরা । এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ প্রশাসনের আধিকারিকরা । তাঁরা বিক্ষোভকারীদের শান্ত করেন ।।