এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,০৬ জানুয়ারী : রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের অন্দরের কোন্দল থামার কোনও লক্ষণই দেখা যাচ্ছে না । পুরসভার টিকিট নিয়ে ক্ষোভ বিক্ষোভের মাঝেই নতুন এক অশান্তির খবর পাওয়া গেল বাঁকুড়া জেলার জয়পুর থানার শিলাকোন গ্রামে । রবিবার সকালে স্থানীয় পঞ্চায়েতের তৃণমূলের সদস্যা পুষ্প ঘোড়ুইয়ের বাড়িতে চড়াও হয়ে তাঁকে ও তাঁর পরিবারের লোকজনকে বেদম মারধরের অভিযোগ উঠল জয়পুরের তৃনমূল ব্লক সভাপতি ইয়ামিন শেখ গোষ্ঠীর লোকজনের বিরুদ্ধে । পুষ্পদেবী,তাঁর স্বামী দেবু ঘোড়ুই ও তাঁদের ছেলে সুজয়কে গুরুতর আহত অবস্থায় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় । উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশবাহিনী । যদিও এদিন সন্ধ্যা পর্যন্ত এনিয়ে থানায় কোনও নির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গেছে ।
জানা গেছে,শিলাকোন গ্রামের বাসিন্দা পুষ্প ঘোড়ুই তৃনমূল চেয়ারম্যান শ্যামল সাঁতরার অনুগামী । কর্তৃত্ব দখল নিয়ে শ্যামল সাঁতরা গোষ্ঠীর সঙ্গে ব্লক সভাপতি ইয়ামিন শেখ গোষ্ঠীর মধ্যে দীর্ঘ দিন ধরে বিবাদ চলছিল । এরই মাঝে পুষ্পদেবী ও তাঁর অনুগামীদের নিজের দলে টানার মরীয়া চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন ইয়ামিন শেখ । কিন্তু কিছুতেই বশে আনা যাচ্ছিল না পুষ্পদেবীকে । আর সেই আক্রোশের বসেই তাঁর বাড়িতে এদিন হামলা চালানো হয় বলে অভিযোগ । যদিও হামলার অভিযোগ অস্বীকার করে ইয়ামিন শেখ জানিয়েছেন, এর সাথে দলের কোনও সম্পর্ক নেই । এটা পারিবারিক ঘটনা ।।