এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,০৫ ফেব্রুয়ারী : বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ঘূর্ণিঝড়ের কবলে পড়ল বাংলাদেশের বেশ কিছু ট্রলার । নিখোঁজ ৩০ জন জেলে । শুক্রবার রাত ১০ টা নাগাদ বরগুনার পাথরঘাটা থেকে দক্ষিণ-পশ্চিম সুন্দরবনের দুবলারচর সংলগ্ন বঙ্গোপসাগরে ফেয়ারওয়ে বয়ার কাছাকাছি এলাকায় দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী ।
তিনি জানিয়েছেন, শুক্রবার সকাল থেকে দক্ষিণ উপকূলে বৃষ্টি ও ঝড়ো আবহাওয়া ছিল। রাত সাড়ে ১০টার দিকে পাথরঘাটা থেকে ৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরে ফেয়ারওয়ে বয়ার কাছে হঠাৎ ঘূর্ণিঝড় শুরু হয় । সেই সময় সমুদ্রে প্রবল ঢেউ ওঠে । সেই ঢেউয়ের কবলে পড়ে কমপক্ষে ১০টি ট্রলার উল্টে যায় । ট্রলারগুলিতে মোট ১৪০ জন জেলে ছিলেন । ঝড় থেমে যাওয়ার পর অন্য ট্রলারের লোকজন সাগরে ভাসমান জেলেদের উদ্ধার করে । কিন্তু শনিবার বিকেল ৩ টে পর্যন্ত ৩০ জন জেলের কোনও সন্ধান পাওয়া যায়নি বলে তিনি জানিয়েছেন । পাশাপাশি তিনি বলেন, ‘নিখোঁজ জেলেদের বাড়ি বরগুনা, পিরোজপুর, বাগেরহাট ও পটুয়াখালী জেলার বিভিন্ন এলাকায় বলে জানা যাচ্ছে । তবে তাঁদের কোনও পরিচয় জানা যায়নি ।’।