দিব্যেন্দু রায়,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),০৫ ফেব্রুয়ারী : পোল্ট্রি ফার্মে ভয়াবহ অগ্নিকাণ্ডে জীবন্ত দগ্ধ মারা গেল ২৫০০ মুরগির বাচ্চা । শনিবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার কৈচর বাসস্ট্যান্ডের কাছে । কৈচর বাসস্ট্যান্ডের কিছুটা পাশে বর্ধমান-কাটোয়া রাজ্যসড়ক পথের ধারে রয়েছে ওই পোল্ট্রি ফার্মটি ।জানা গেছে, এদিন ভোর রাতে ফার্মের খড়ের চালে আগুন ধরে দাউদাউ করে জ্বলতে শুরু করে । স্থানীয় বাসিন্দারা ছুটে এসে প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে । কিন্তু আগুন এতটাই ভয়াবহ ছিল যে তাদের প্রচেষ্টা ব্যার্থ হয় । খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রনে আনে । তবে তার আগেই পোল্ট্রি ফার্মের সমস্ত মুরগি জীবন্ত দগ্ধ হয়ে মারা যায় । ভস্মীভূত হয়ে যায় ফার্মের যাবতীয় সামগ্রী ।
পোল্ট্রি ফার্ম মালিক আলিম শেখ বলেন,’দিন কয়েক আগে ২৫০০ মুরগির বাচ্ছা এনেছিলাম । সব পুড়ে মারা গেছে । আমার প্রচুর টাকার ক্ষয়ক্ষতি হয়ে গেল ।’ ফার্মের বিদ্যুতের লাইনে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে অনুমান দমলবাহিনীর ।।