এইদিন ওয়েবডেস্ক,গুসকরা(পূর্ব বর্ধমান),০৫ ফেব্রুয়ারী : “লাল পাহাড়ির দেশে যা রাঙামাটির দেশে যা/ হেথা তুকে মানাইচ্ছেনারে”-গানের রচয়িতা অরুণ চক্রবর্তীকে সংবর্ধনা দিল পূর্ব বর্ধমান জেলার গুসকরার একটি পাক্ষিক পত্রিকা । তাঁকে ‘মানীশ্রী সাধক কবি কমলাকান্ত’ সম্মানে সম্মানিত করেন পত্রিকার সম্পাদক ধনঞ্জয় বন্দ্যোপাধ্যায় । অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য কবিদের হাতেও পত্রিকার তরফ থেকে এই সম্মান তুলে দেওয়া হয় ।
রটন্তী মেলা গুসকরা উৎসব উপলক্ষে শুক্রবার কামদুঘা পত্রিকার পক্ষ থেকে সাহিত্য সভার আয়োজন করা হয়েছিল । নিম্নচাপের বৃষ্টির মাঝেই রটন্তী মন্দির প্রাঙ্গনে আয়ো ওই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন কলকাতা,দমদম, মধ্যমগ্রাম, বাঁকুড়া, দুর্গাপুর,বীরভূম,বর্ধমান,হাওড়া, চন্দননগরসহ বিভিন্ন এলাকায় অনেক কবি সাহিত্যিকরা । এছাড়া স্থানীয় এলাকা থেকে প্রায় ৬৭ জন কবি সাহিত্যিক উপস্থিত হয়েছিলেন ।
উপস্থিত হয়েছিলেন অরুণ চক্রবর্তী,শিবশঙ্কর বক্সী কল্পনা রায়,তারা সরকার,রীতা সাউ সুফি,রফিকুল ইসলাম,শেখ হাসানুর জামান,এহসান সনম, চিকিৎসক সদরুল আলম,শেখ হাফিজুর রহমান, মৈত্রেয়ী ব্যানার্জী,সুজাতা বক্সী,দুলার সুর,সৃজনী বসু, শিখা বসু,হেমন্ত ভট্টাচার্যসহ বহু বিশিষ্ট কবি সাহিত্যিক । পত্রিকার তরফ থেকে তাঁদের প্রত্যেকের হাতে স্মারক মানপত্র ও গোল্ডেন মেডেল তুলে দিয়ে সম্বর্ধনা জানানো হয় । পত্রিকার সম্পাদক ধনঞ্জয় বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন,পত্রিকার তরফ থেকে ফের এই প্রকার সভা করে গুনীজনদের সংবর্ধনা জানানো হবে ।।