এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,০৪ ফেব্রুয়ারী : পুর নির্বাচনে প্রার্থী তালিকাকে কেন্দ্র করে বাঁকুড়া জেলায় শাসকদলের মধ্যে তীব্র অসন্তোষ ছড়াল ।
বাঁকুড়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডে বিদায়ী কাউন্সিলার অনন্যা রায় চক্রবর্তীকে সঙ্গে নিয়ে শুক্রবার সন্ধ্যায় তুমুল বিক্ষোভ দেখাল তাঁর অনুগামীরা । এবারে টিকিট না পাওয়ায় অনন্যাদেবী কার্যত হাউহাউ করে কেঁদে ফেলেন । এমনকি তিনি পরোক্ষে দল ছাড়ার হুমকিও দিয়েছেন ।
শুক্রবার বিকালে সারা রাজ্যের পাশাপাশি বাঁকুড়া পুরসভার প্রার্থী তালিকা প্রকাশ করেছে শাসকদল তৃনমূল কংগ্রেস । তালিকা প্রকাশ হওয়ার দেখা যায় বাঁকুড়া পুরসভার প্রাক্তন পুরপ্রধান মহাপ্রসাদ সেনগুপ্ত, প্রশাসক মন্ডলীর প্রাক্তন সদস্য দিলীপ আগরওয়ালের মতোই তৃনমূলের টিকিট পাননি ১৮ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলার অনন্যা রায় চক্রবর্তী । তাঁর জায়গায় টিকিট দেওয়া হয়েছে কাকলী দত্ত ব্যানার্জীকে ।
জানা গেছে, বিষয়টি জানাজানি হতেই বাঁকুড়া শহরের রবীন্দ্র সরনী এলাকায় অনন্যা রায় চক্রবর্তীর কার্যালয়ের সামনে এসে জড়ো হয় তাঁর অনুগামীরা । নেত্রীকে টিকিট দেওয়ার দাবিতে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে । সেই সঙ্গে দলীয়ভাবে ঘোষিত প্রার্থী কাকলী দত্ত ব্যানার্জীকে নিয়ে তাঁরা অসন্তোষও প্রকাশ করেন ৷ অনন্যা রায় চক্রবর্তীর গলাতেও ছিল তীব্র অসন্তোষ । তবে তিনি দল ছাড়ার বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি । শুধু বলেন, ‘দলের কর্মীরাই আমার কাছে ঈশ্বর । কর্মীরা যা সিদ্ধান্ত নেবে তাই হবে ।’ এদিকে কাউন্সিলারের অনুগামী তথা ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি গৌরাঙ্গ দাস বলেন,’আমরা দল ছাড়তে চাই না । কিন্তু দলই আমাদের ছাড়িয়ে দিচ্ছে । যাকে চিনি না জানি না,যিনি তৃণমূল ভবনে কখনও পা রাখেননি তাঁকে প্রার্থী করা হল । এতে দলের ভাবমূর্তি খারাপ হচ্ছে ।’।