এইদিন ওয়েবডেস্ক,লক্ষ্ণৌ,০৪ ফেব্রুয়ারী : শুক্রবার মনোনয়নপত্র দাখিল করলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । তিনি গোরখপুর সদর বিধানসভা কেন্দ্র থেকে ভোটে লড়াই করতে চলেছেন । হলফনামায় নিজের ১ কোটি ৫৪ লাখ টাকার সম্পত্তি আছে বলে উল্লেখ করেছেন আদিত্যনাথ । আসুন জেনে নেওয়া যাক যোগী আদিত্যনাথের উল্লিখিত কিছু সম্পত্তির বিষয়ে ।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হলফনামায় যে যে সম্পত্তির উল্লেখ করেছেন তার মধ্যে অন্যতম হল হাতে মজুত অর্থ এক লাখ টাকা ও ২০ গ্রাম ওজনের সোনার কানের দুল । দুলটির কেনার সময় মূল্য ৪৯ হাজার টাকা ছিল বলে উল্লেখ করা হয়েছে । এছাড়া রয়েছে ২০ হাজার টাকা মূল্যের সোনার চেনে বাঁধানো একটি রুদ্রাক্ষের মালা,একটি ১২ হাজার টাকা মূল্যের স্যামসাং স্মার্টফোন, এক লাখ টাকা দামের একটি রিভলভার ও ৮০ হাজার টাকা দামের একটি রাইফেল । প্রত্যেকটি সামগ্রীর কেনার সময়ের মূল্য ধরা হয়েছে ৷ হলফনামায় কোনো কৃষি বা অকৃষি জমি ও বাড়ির উল্লেখ করা হয়নি । এছাড়া ব্যাঙ্ক বা কোনও আর্থিক প্রতিষ্ঠান থেকে কোনও ঋণ নেই ও কোনও ফৌজদারি মামলা নেই বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ।
শুক্রবার একটি নির্বাচনী সমাবেশের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কালেক্টরেট অফিসে গিয়ে কাগজপত্র জমা দেন মুখ্যমন্ত্রী যোগী । আগে থেকেই সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং বিজেপি ইউপি সভাপতি স্বাধীনদেব সিং । উল্লেখ্য,পাঁচবার গোরখপুর লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন যোগী আদিত্যনাথ । প্রথমবারের জন্য তিনি বিধানসভা নির্বাচনে লড়াই করতে চলেছেন । আগামী ৩ মার্চ ষষ্ঠ দফায় গোরখপুর সদর আসনে ভোট গ্রহন হবে ।।