এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,০৩ ফেব্রুয়ারী : পুরভোটের প্রচারের জন্য দেওয়াল দখলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বাঁকুড়া জেলার বিষ্ণুপুর শহরে । বিষ্ণুপুর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডে সিপিএমের দখল করা একাধিক দেওয়ালে কালো কালীতে ক্রস চিহ্ন এঁকে দেওয়াকে কেন্দ্র করে বিবাদের সুত্রপাত । যদিও এই ঘটনায় সিপিএমের তরফ থেকে কারোর দিকে অভিযোগের আঙুল তোলা হয়নি । তবে বিজেপি দাবি করেছে এটা তৃণমূলের কারসাজি । পালটা বিজেপিকে নিশানা করেছে তৃণমূল নেতৃত্ব ।
বাঁকুড়ার বিষ্ণুপুর পুরসভায় নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি । তবে সবকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে জোর কদমে প্রস্তুতি চলছে । কোনও রাজনৈতিক দলের প্রার্থী তালিকা ঘোষণা না হলেও দেওয়াল দখল ও দেওয়ালে প্রতীক চিহ্ন এঁকে দেওয়াল লিখনের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে । প্রাক্তন সিপিএম বিধায়ক স্বপন ঘোষ বলেন, ‘পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কিছু দেওয়ালে চুন দিয়েছিলাম । বৃহস্পতিবার দেখতে পাওয়া যায় সেই চুনের উপর কেউ বা কারা আলকাতরা দিয়ে ক্রস চিহ্ন এঁকে দিয়েছে । কে বা কারা দিয়েছে তা আমরা জানিনা । তাই অনুমানের ভিত্তিতে কারোর উপর অভিযোগের আঙুল তুলতে চাই না । তবে ফের আমরা ওই দেওয়ালগুলিতে চুন লাগাবো ।’ পাশাপাশি তিনি এও জানান,চুন দেওয়ার সময় তাঁদের কোনও বাধার মুখে পড়তে হয়নি ।
সিপিএম কোনও দলের দিকে অভিযোগের আঙুল না তুললেও বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সহ সভাপতি নিরজ কুমার এই ঘটনার জন্য শাসকদল তৃণমূলের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন । তিনি বলেন, ‘এটা তৃণমূলের চক্রান্ত । এই ধরনের নোংরামিতে বিজেপি বিশ্বাসী নয় ।’ অন্যদিকে তৃনমূলের প্রাক্তন বিধায়ক
শ্যামল সাঁতরা বলেন, ‘যত দোষ নন্দ ঘোষ । কোনও কিছু হলেই তৃণমূলকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেয় বিজেপি ও সিপিএম । আসলে সিপিএম এখন ক্যালেন্ডারে পরিনত হয়ে গেছে । তাই প্রচারের আলোয় আসতে সিপিএম নিজেই নিজের দেওয়ালে ক্রস চিহ্ন এঁকে অপপ্রচার চালাচ্ছে ।’।