সেখ মিলন,ভাতার(পূর্ব বর্ধমান),০৩ জানুয়ারী : সুসংহত শিশুবিকাশ প্রকল্প (আইসিডিএস) আধিকারিকের অফিসে চুরির ঘটনায় দুই ভাইসহ ৩ জনকে গ্রেফতার করল পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ । সেই সঙ্গে উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া সামগ্রী । পুলিশ জানায় ধৃতদের নাম শুভম মজুমদার, প্রিয়ম মজুমদার ও শেখ আসগর আলি । ধৃতদের মধ্যে শুভম ও প্রিয়ম সহদর ভাই । তাঁদের বাড়ি ভাতার বাজারে সুকান্তপলি এলাকায় । তৃতীয় জন ভাঙাচোরার সামগ্রী কেনাবেচার ব্যাবসায়ী । আলিনগর গ্রামে বাড়ি সংলগ্ন দোকান রয়েছে আসগরের । বুধবার রাতে গ্রেফতারের পর বৃহস্পতিবার বর্ধমান আদালতে পাঠায় পুলিশ ।
জানা গেছে,বুধবার ভাতার থানায় একটি অভিযোগ দায়ের করেন ভাতার বাজারে সুসংহত শিশুবিকাশ প্রকল্প আধিকারিক গার্গি মণ্ডল । তিনি পুলিশের কাছে অভিযোগে জানান,বুধবার অফিস খোলার পর তাঁদের নজরে পড়ে অফিসের জানালার কাঁচ ভাঙা অবস্থায় রয়েছে । এছাড়া ওজন মাপার চারটি যন্ত্রসহ বস্তা চারেক গুরুত্বপূর্ণ নথিপত্র চুরি হয়ে গেছে ।
অভিযোগ পেতেই ঘটনার তদন্তে নামে ভাতার থানার পুলিশ । তারপর সন্দেহভাজন দুই যুবক শুভম মজুমদার ও প্রিয়ম মজুমদারকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই তাঁরা চুরির কথা কবুল করে । এরপর পুলিশ তাঁদের গ্রেফতার করে । ভাতার থানার ওসি সৈকত মণ্ডল জানিয়েছেন,ধৃতরা জানিয়েছে তারা চুরি যাওয়া সামগ্রী আলিনগরের বাসিন্দা শেখ আসগর আলির কাছে বিক্রি করে দিয়েছে । এরপর সেখানে গিয়ে তল্লাশি চালাতেই উদ্ধার হয় সেই সব সামগ্রী । সেই সঙ্গে গ্রেফতার করা হয় ওই ব্যাবসায়ীকেও । শুভম ও প্রিয়মের বাড়ি থেকে বাকি সামগ্রী উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন সৈকতবাবু ।।