এইদিন ওয়েবডেস্ক,নয়া দিল্লি,০১ ফেব্রুয়ারী : ভারতীয় হকি দলের কিংবদন্তি গোলরক্ষক পিআর শ্রীজেশকে ২০২১ সালের জন্য ‘ওয়ার্ল্ড গেমস অ্যাথলিট অফ দ্য ইয়ার’ নির্বাচিত করা হয়েছে । গত বছর টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয়ী ভারতীয় দলের গোলরক্ষক ছিলেন শ্রীজেশ ৷ দ্বিতীয় ভারতীয় হিসেবে তিনি এই সম্মানজনক পুরস্কার পেলেন । শ্রীজেশের আগে ভারতীয় মহিলা হকি দলের অধিনায়ক রানি রামপাল এই পুরস্কার জিতেছেন । ২০১৯ সালে দুর্দান্ত পারফর্ম করার পর ২০২০ সালে এই সম্মান পেয়েছিলেন রানী ।
‘ওয়ার্ল্ড গেমস অ্যাথলিট অফ দ্য ইয়ার’ নির্বাচন প্রক্রিয়াটি হয় TheWorldGames.org সাইটে ভোটের মাধ্যমে । ওই প্রতিযোগিতায় আন্তর্জাতিক হকি ফেডারেশন (FIH) শ্রীজেশের নাম সুপারিশ করেছিল । এবারে একমাত্র ভারতীয় হিসাবে শ্রীজেশ এই প্রতিযোগিতার জন্য নির্বাচিত হন ।
যেখানে শ্রীজেশের প্রতিযোগী ছিলেন স্পেনের কিংবদন্তি পর্বতারোহী আলবার্তো গিনেস লোপেজ এবং ইতালির উশু খেলোয়াড় মাইকেল জিওর্দানো । তাঁদের হারিয়ে পুরস্কার জিতেছেন ভারতের বছর তেত্রিশের হকি তারকা পিআর শ্রীজেশ । তার পক্ষে মোট ১,২৭,৬৪৭ টি ভোট পড়েছিল । যা লোপেজের প্রাপ্ত ভোট(৬৭,৪২৮)-এর চেয়ে দ্বিগুন । উল্লেখ্য, অক্টোবরে FIH স্টারস অ্যাওয়ার্ডে শ্রীজেশকে ২০২১ সালের সেরা গোলরক্ষক নির্বাচিত করা হয়েছিল ।
‘ওয়ার্ল্ড গেমস অ্যাথলেট অফ দ্য ইয়ার’ নির্বাচিত হওয়ায় আন্তর্জাতিক হকি ফেডারেশনের (এফআইএইচ) প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শ্রীজেশ । তিনি বলেন, ‘এই প্রতিযোগিতায় মনোনীত করার জন্য FIH-কে অনেক ধন্যবাদ । এছাড়া বিশ্বের সমস্ত ভারতীয় হকি প্রেমীদের ধন্যবাদ যারা আমাকে ভোট দিয়েছেন এবং আমাকে বিজয়ী করেছেন ।’।
ছবি : সৌজন্যে হকি ইন্ডিয়া ট্যুইটার হ্যান্ডেল ।